• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ম্যাট্রেস দিয়েই দল ঘোষণা হয়ে গেল বেলজিয়ামের?

    ম্যাট্রেস দিয়েই দল ঘোষণা হয়ে গেল বেলজিয়ামের?    

    বেলিজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ ঘোষণা করেছিলেন ২৮ জনের দল। বিশ্বকাপের আগে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করার কথা ছিল দুই-একদিনের মধ্যেই। কিন্তু সেটা বোধ হয়  কেবল আনুষ্ঠানিকতাই হয়ে গেল।

    বেলজিয়ামের এক চ্যানেলই প্রকাশ করে দিয়েছে চূড়ান্ত দল। সেটাও এক অভিনব পদ্ধতিতে। খেলোয়াড়দের ব্যবহার করার জন্য ম্যাট্রেস পাঠানো হচ্ছিল রাশিয়ায়। বেলজিয়ান ভিআরটি টিভিতে দেখানো হচ্ছিল সেই ফুটেজই। কিন্তু সবগুলো ম্যাট্রেসের গায়ে আবার বেলজিয়ান খেলোয়াড়দের নামও লেখা। গুণে গুণে ২৩ জন হয়ে গেল সেখানেই! গোলরক্ষক ম্যাট সেলজ, ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কাবাসেলে, জর্ডান লুকাকু; মিডফিল্ডার লিয়েন্ডার ডেনডনকার আর আদনান ইয়ানুজাইয়ের ম্যাট্রেস নেই সেখানে। তাই দলেও যে তাদের জায়গা হয়নি সেটাও নিশ্চিত হয়ে গেছে বেলজিয়ান সংবাদমাধ্যম!   

    এখন দেখা যাক, আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সবকিছু মিলে যায় কি না!