• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    হেসুস-ফিরমিনোকে নিয়ে তিতের মধুর সমস্যা

    হেসুস-ফিরমিনোকে নিয়ে তিতের মধুর সমস্যা    

    বিশ্বকাপের বাকি মাত্র ১১ দিন। সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের একাদশ কেমন হবে, প্রস্তুতি ম্যাচে সেটা নিয়েই পরীক্ষা নিরীক্ষা চালাবেন ব্রাজিল কোচ তিতে। একাদশ নির্বাচনে অবশ্য মধুর এক সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি। গ্যাব্রিয়েল হেসুস না রবার্তো ফিরমিনো, একাদশে সুযোগ পাওয়ার ব্যাপারে দুজনের লড়াইটা হচ্ছে সমানে সমান।

    ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে তরুণ হেসুসকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছেন তিতে। ১৯৯৪ সালের পর তিনিই ব্রাজিলের কনিষ্ঠতম অধিনায়ক। কিন্তু দলে জায়গা পাওয়ার জন্য ফিরমিনোও প্রতিনিয়ত লড়ে যাচ্ছে বলেই জানিয়েছেন তিতে, ‘হেসুস আর ফিরমিনোর মাঝে একাদশে জায়গা পাওয়ার লড়াইটা চলছে। হেসুস অনেক ভালো খেলছে বলেই একাদশে আছে। কিন্তু ফিরমিনো তাঁকে সবসময়ই চাপে রাখছে। আমি ওর( ফিরমিনো) খেলা পর্যবেক্ষণ করছি।’

    চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছিল ফিরমিনোর লিভারপুল। সেই ম্যাচে তাঁর খেলায় মুগ্ধ হয়েছিলেন তিতে, ‘সিটির বিপক্ষে জয়ের সেই ম্যাচটা মাঠে বসেই দেখেছিলাম। পুরো ম্যাচ মনে হয় ওই প্রথম দাঁড়িয়ে দেখেছি! সমর্থকরা আমাকে বসতেই দিচ্ছিল না। ফিরমিনো দুর্দান্ত খেলেছে। এজন্যই সে ব্রাজিল দলে আছে। হেসুস আর তাঁর মাঝে লড়াইটা প্রতিনিয়ত বাড়ছে। যেকোনো সময় সে মূল একাদশে সুযোগ পেতে পারে। কিন্তু উইংয়ে হয়ত খেলতে পারবে না, কারণ সে এই পজিশনে খেলেনি। এখানে একটু বেশি গতির দরকার।’

    রাতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।