"জার্মানি বেশিরভাগ সময় নিজেদের হারিয়ে খুঁজেছে"
বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা যে এমন হবে, সেটা হয়ত ভাবেননি কেউই। অষ্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলের গোলের হারটা তাই কিছুতেই মানতে পারছেন না কোচ জোয়াকিম লো। হোক না প্রস্তুতি ম্যাচ, বিশ্বকাপের আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির এরকম হারে যারপরনাই হতাশ তিনি।
এগিয়ে গিয়েও লিড ধরে না রাখার মাশুল দিয়েছে জার্মানি, স্বীকার করলেন লো, ‘আমি খুব বেশি হতাশ। আমি হার নিয়ে হতাশ নই, যেভাবে হেরেছি সেজন্য হতাশ। দোষটা আমাদেরই। গোল আমরাই করেছিলাম প্রথমে, নিয়ন্ত্রণও আমাদের হাতেই ছিল। কিন্তু এরপর খেই হারিয়ে ফেলেছে দল। বিরতির ঠিক আগে এবং বিরতির পর ১৫-২০ মিনিতেই ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে। অনেক বেশি বল হারিয়েছি আমরা।’
জার্মানির মতো দল এরকম হারে অভ্যস্ত নয় বলেই কষ্টটা একটু বেশি লোয়ের, ‘আমাদের দল সচরাচর এভাবে হারে না। আমরা অস্ট্রিয়াকে ম্যাচে ফিরতে সাহায্য করেছি। আমরা নিজেদের হারিয়ে খুজেছি বেশিরভাগ সময়ই। খুব হতাশাজনক পারফরম্যান্স ছিল এটা। অনেক বেশি ভুল করেছে সবাই।’
প্রায় ৮ মাস পর অষ্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সি গায়ে ফিরলেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তাঁর ফেরাটাই ম্যাচের বড় প্রাপ্তি বলে মানছেন লো, ‘নয়্যারের ফেরাটা দলকে স্বস্তি দিয়েছে। তাঁর পায়ে আর সমস্যা নেই, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সে যেভাবে খেলেছে, তাতে বুঝার উপায় নেই যে এতদিন মাঠের বাইরে ছিল।’