বিশ্বকাপে খেলা অনিশ্চিত কোম্পানির
দ্বিতীয়ার্ধের মাত্র ১০ মিনিট পেরিয়েছে। পর্তুগালের গেলসন মারটিনেজের সাথে বল দখলের লড়াইয়ের পর কুচকিতে কিছুটা ব্যথা অনুভব করলেন ভিনসেন্ট কোম্পানি। কয়েক সেকেন্ড অপেক্ষার পর নিজেই কোচের দিকে ইশারা করলেন তাকে তুলে নেওয়ার জন্য। এরপর খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়লেন। এই ইনজুরিতে বিশ্বকাপে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে বেলজিয়াম রক্ষণভাগের অন্যতম মূল ভরসা কোম্পানির।
বেলজিয়াম কোচ রবার্তো মারটিনেজ বলছেন, কোম্পানির বিশ্বকাপ খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারছেন না তিনি, ‘সে যেভাবে মাঠ ছেড়েছে, সেটা দুশ্চিন্তার বিষয়ই বটে। আগামী ৪৮ ঘণ্টার মাঝে জানা যাবে সে আঘাতটা কতটুক গুরুতর। সে বারবার নিজের ব্যথার কথা বলছিল মাঠ ছাড়ার সময়। সে এখন তরুণ নয়, নিজের শরীরের ব্যাপারে ভালোমতোই জানে। ওই সময় মাঠ না ছাড়লে অবস্থা আরও খারাপের দিকে যেতে পারত।’
এই মৌসুমে ইনজুরি ভালোই ভুগিয়েছেন কোম্পানিকে। ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন মাত্র ১৭ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পাওয়া ইনজুরির কারনে ২০১৬ সালের ইউরো থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।
২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে বাকি আর একদিন। এমন সময় কোম্পানির ইনজুরিটা তাই ভালোমতোই ভোগাচ্ছে মারটিনেজ। সাথে যোগ হয়েছে আরেক ডিফেন্ডার থমাস ভারমেলেনের ইনজুরিও।