ব্রাজিলকেই ফেবারিট মানলেন বুসকেটস
এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট মানা হচ্ছে তাদের। ইনিয়েস্তা-রামোসদের নিয়ে গড়া স্পেন বাছাইপর্বের মতো মূল পর্বেও দারুণ কিছু করে দেখিয়ে বিশ্বকাপ জিতবে, গোলরক্ষক ডেভিড ডি গিয়ার মতো বিশ্বাস অনেকেরই। তবে স্পেন নয়, মিডফিল্ডার সার্জিও বুসকেটস কিন্তু রাশিয়াতে ফেভারিট মানছেন ব্রাজিলকেই।
সবার আগে বিশ্বকাপে পৌঁছেছে ব্রাজিল। নেইমার-কুতিনিয়োরা এবার হেক্সা জিততে পারে বলেই ধারণা বুসকেটসের, ‘ এই বিশ্বকাপে এক নম্বর ফেভারিট ব্রাজিল। জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ভালো দল হলেও ব্রাজিলের সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাদের দলে অসাধারণ কিছু ফুটবলার আছে এবং সবাই একত্রে দুর্দান্ত খেলেছে বাছাইপর্বে। তারা যদি বিশ্বকাপ নেয়, সেটায় অবাক হওয়ার কিছুই থাকবে না।’
২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ২০১৪ বিশ্বকাপে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবার তাদের গ্রুপে আছে পর্তুগাল, ইরান ও মরক্কো। গতবারের হতাশা ঝেড়ে ফেলে ভালো কিছু করে দেখাতে চান বুসকেটস, ‘দক্ষিণ আফ্রিকায় যতটা ভালো সময় কেটেছিল, ব্রাজিলে সেটা ঠিক ততোটাই খারাপ ছিল। বর্তমান স্পেন দলটা শক্তিশালী, বাছাইপর্বে ভালো খেলেই বিশ্বকাপে এসেছে। আমাদের গ্রুপটা সহজ না। তবে ভালো খেললে অনেকদূর যাওয়া সম্ভব।’
১৫ জুন পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু হবে স্পেনের।