• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    স্পেনকে রুখে দিল সুইজারল্যান্ড

    স্পেনকে রুখে দিল সুইজারল্যান্ড    

    মার্চেই আর্জেন্টিনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে স্পেন জানান দিয়েছিল তাদের শক্তি। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা দলটি রাশিয়া বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবে, এমন বিশ্বাস অনেকেরই। কিন্তু বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের ফলটা মনের মতো হলো না জোলেন লোপেতেগুইয়ের দলের। সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্পেন।

    ম্যাচের শুরুতে খেলার নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতেই। ১৮ মিনিটে ডেভিড সিলভার পাসে ইয়াগো আসপাসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পড়েই স্পেনকে এগিয়ে দিতে পারতেন সিলভাই, তার শট পোস্ট ঘেঁসে চলে যায়। স্পেন লিড পায় ২৮ মিনিটে, সিলভার পাসে বক্সের একটু বাইরে বল পান আলভারো অদ্রিওজোলা, ডান পায়ের জোরালো শটে এগিয়ে যায় দল। বিরতির আগে ব্যবধান আরও বাড়াতে পারত স্পেন, আন্দ্রেস ইনিয়েস্তার দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ডিয়েগো কস্তার হেডও অল্পের জন্য জালে জড়ায়নি।

     

     

    দ্বিতীয়ার্ধের বদলে যায় দৃশ্যপট। প্রথম মিনিট থেকেই আক্রমণের ধার বাড়ায় সুইসরা। জারদান শাকিরির শট ঠেকিয়ে দেন ডি গিয়া। ৬২ মিনিটে স্টেফেন লিকস্টেইনারের শটও বাঁচিয়ে দেন তিনি।  তবে শট বাঁচিয়ে দিলেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেই সুযোগেই রিকার্ডো রদ্রিগেজে বল জালে জড়ান।

    আবারো এগিয়ে যাওয়ার অনেক চেষ্টাই করেছিল স্পেন। রদ্রিগো মরেনো, মার্কো আসেনসিও, নাচো; তিনজনের শটই ঠেকিয়ে দেন সুইজারল্যান্ড গোলরক্ষক। তাই শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিকেদের।