• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    নেইমারের কাছ থেকে এতোটা আশা করেননি তিতে

    নেইমারের কাছ থেকে এতোটা আশা করেননি তিতে    

    প্রায় তিন মাস যে মাঠের বাইরে ছিলেন, সেটা বোঝা গেলো না এক মুহূর্তের জন্যও। সব শঙ্কা কাটিয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করেছেন নেইমার। তার দুর্দান্ত এক গোলেই এগিয়ে যায় ব্রাজিল, শেষ পর্যন্ত ২-০ গোলেই প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পায় তিতের দল। কোচ তিতে বলছেন, ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার থেকে প্রথম ম্যাচেই এতটা আশা করেননি তিনি নিজেই।

    পিএসজির হয়ে খেলার সময় ২৫ ফেব্রুয়ারি ইনজুরিতে পড়েছিলেন নেইমার। বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের সাথে অনুশীলনে যোগ দিলেও নিজেই জানিয়েছিলেন, শতভাগ ফিট নন তিনি। শেষ পর্যন্ত ব্রাজিল নিশ্চিত করে, ক্রোয়েশিয়ার বিপক্ষে বিরতির পর মাঠে নামতে পারেন তিনি।

     

     

    কাল দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই নেইমার বদলে দেন খেলার গতিপথ। তিন ডিফেন্ডারকে কাটিয়ে ৬৯ মিনিটে গোল করলেন আনন্দে ভাসে ব্রাজিল। তার এমন পারফরম্যান্সে দারুণ খুশি তিতে, ‘সে আমার প্রত্যাশার চেয়ে বেশি ভালোভাবে ফিরে এসেছে। যেহেতু সে ইনজুরি কাটিয়ে উঠছে, তাই এতটা আমি নিজেই আশা করিনি। অনেক কঠিন সময় পার করেছে সে। এখনো অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। তিন, চার কিংবা পাঁচ ম্যাচের পর সে পুরোপুরি আগের রূপে ফিরবে।’

    দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তো বটেই, বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে যে একাদশে থাকছেন, তাতে বোধহয় আর কোনো সন্দেহ নেই। তবে বিশ্বকাপে শুধু নেইমারের ওপর ভরসা করে খেলবে না ব্রাজিল, জানিয়ে দিলেন তিতে, ‘সে অসাধারণ একজন ফুটবলার এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার একার পক্ষে তো এত দায়িত্ব নেওয়া অসম্ভব। সে দলের অন্যতম মূল ভরসা, কিন্তু সবকিছু নয়!’