• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই গেরেরোর জোড়া গোল

    নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই গেরেরোর জোড়া গোল    

     

    তার বিশ্বকাপে খেলা নিয়ে কত নাটকই না হলো। নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে ফেরার প্রস্তুতির সময় নতুন করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন পেরু অধিনায়ক পাওলো গেরেরো। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিপক্ষ অধিনায়কদের স্বাক্ষর নিয়ে আপিল করে জিতেও গেছেন! এবার পেরুর প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই সৌদি আরবের বিপক্ষে জোড়া গোল করেছেন গেরেরো, পেরু জিতেছে ৩-০ গোলে।

    গেরেরোর প্রথম গোল আসে ম্যাচের ৪১ মিনিটে। ততক্ষণে অবশ্য আন্দ্রে ক্যারিলোর গোলে ১-০ তে এগিয়ে আছে পেরু। বক্সে বাইরে বল পেয়ে তার ডান পায়ের শট জাল খুঁজে নেয় সহজেই। দ্বিতীয় গোলটা আসে ৬৪ মিনিটে। ক্যারিলোর ক্রসে লাফিয়ে উঠে হেড করে দলকে এগিয়ে দেন ৩-০ গোলে। এটি জাতীয় দলের জার্সিতে তার ক্যারিয়ারের ৩৫ তম গোল, যা পেরুর পক্ষে সর্বোচ্চ। ম্যাচে আর গোল না হওয়ায় সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে পেরু।

    ৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে দল। কোকেন সেবনের দায়ে যখন বারবার নিষেধাজ্ঞা নেমে আসছিল,গেরেরো নিজের হতাশার কথা জানিয়েছিলেন অকপটেই। পেরু ফুটবল ফেডারেশনের অনেক চেষ্টার পর সাময়িকভাবে স্থগিত হয়েছে নিষেধাজ্ঞা, গেরেরো ফিরে পেয়েছেন বিশ্বকাপে খেলার অনুমতি। সেটায় সহায়তা করেছে গ্রুপের অন্য দল ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের অধিনায়করাও। কাল গেরেরোর পারফরম্যান্সে কি নিজের এই ‘উদারতা’ খানিকটা চিন্তার মাঝেই ফেলল তিন প্রতিপক্ষকে?