কোচের 'দ্বিতীয় পছন্দ' হওয়ায় হতাশ স্টেগান
বিশ্বকাপে অনেকটাই অনিশ্চিত ছিল ম্যানুয়েল নয়্যারার খেলা। ইনজুরিতে ভোগা নয়্যারের জায়গায় তিনিই সামলাবেন জার্মানির গোলপোস্ট, প্রত্যাশা ছিল এমনটাই।তবে টের স্টেগানের ভাগ্যে হয়ত সেটা নেই। নয়্যার সুস্থ হয়ে ফেরায় তাকেই একাদশে রাখার ঘোষণা দিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। কোচের কথায় হতাশ স্টেগান বলছেন, শেষ মুহূর্তের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি।
মৌসুমজুড়েই বার্সেলোনার হয়ে দারুণ সময় পার করেছেন স্টেগান, জিতেছেন ডাবলও।অন্যদিকে শেষ ৮ মাসে কোনো ম্যাচই খেলেননি ইনজুরিতে থাকা বায়ার্ন মিউনিখের নয়্যার। প্রস্তুতি ম্যাচে অবশ্য ইনজুরি কাটিয়ে ফিরেছেন, খেলবেন বিশ্বকাপেও। আর এতেই কপাল পুড়েছে স্টেগানের।
বার্সার হয়ে এমন পারফর্ম করার পরেও বেঞ্চে বসে থাকতে হবে, ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে স্টেগানের, ‘যখন আপনি এরকম একটা মৌসুম পার করেছেন, সবসময় নিজেকে উঁচু পর্যায়ে রেখেছেন, তারপর এরকম সিদ্ধান্ত শোনাটা কষ্টের। সবাই বিশ্বকাপে খেলতে চায়, কোচের দ্বিতীয় পছন্দের হওয়াটা তো অবশ্যই হতাশার।’
তবে বিশ্বকাপে নয়্যারকে যেকোনো সহায়তা করতে কোনো কার্পণ্য করবেন না বলেই জানান স্টেগান, ‘আমি হয়ত বেঞ্চে বসে থাকব। কিন্তু আমার দিক থেকে যা সাহায্য লাগে সেটা নয়্যার পাবে।’