• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপ থেকে সার্বিয়ার দ্রুত বিদায় চান মরিনহো

    বিশ্বকাপ থেকে সার্বিয়ার দ্রুত বিদায় চান মরিনহো    

    বিশ্বকাপ থেকে সার্বিয়ার দ্রুত বিদায় চান ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো। নেমানিয়া মাটিচ যাতে ছুটি কাটাতে পারেন, সে কারণেই মরিনহোর আশা এমন। 

    গ্রুপ ই থেকে ব্রাজিল ও সুইজারল্যান্ড পরের রাউন্ডে যাবে বলে অনুমান মরিনহোর। মাটিচ রাশিয়া বিশ্বকাপে সার্বিয়ার স্কোয়াডে আছেন, প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের আগে বিরতিটা তিনি পাবেন সার্বিয়া বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিলেই। 

    “এটা খুবই শক্ত, আমি আবেগী হতে চাই না, তবে কিছু করার নেই”, আরটিকে বলেছেন মরিনহো, “আমি আমার ফুটবলারদের জয় চাই, তবে তাদের ছুটিও চাই।” 

    “মাটিচকে আমি ছুটিতে যেতে দেখতে চাই, সে কারণেই সুইজারল্যান্ডকে দ্বিতীয় (ব্রাজিলের পর) হয়ে গ্রুপ-পর্ব শেষ করতে হবে। আমি দুঃখিত নেমানিয়া, তবে তোমার ছুটি দরকার।” 

    ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম মৌসুমেই ৪৮টি ম্যাচ খেলেছেন মাটিচ, রোমেলু লুকাকুর পর যা সর্বোচ্চ। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ১৫ জুলাই যুক্তরাষ্ট্রে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড, সেদিনই বিশ্বকাপ ফাইনাল। 

    রাশিয়া বিশ্বকাপে মরিনহোর ১২ জন ফুটবলার খেলছেন। ১১ আগস্ট প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে।