শুরু থেকেই খেলবেন সালাহ?
বিশ্বকাপের গ্রুপ পর্বেই খেলবেন তিনি, মিশর সেটা জানিয়েছিল আগেই। তবে প্রথম দুই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল মোহামেদ সালাহর। বিশ্বকাপ শুরুর ৭ দিন আগে মিশর কোচ হেক্টর কুপার অবশ্য বলছেন, উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারেন সালাহ।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাওয়া সেই চোটের কারণে বিশ্বকাপে খেলা নিয়েই শঙ্কা জেগেছিল প্রথমে। পড়ে অবশ্য জানা যায়, চোট কাটিয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। ফলে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে না নামারই কথা সালাহর।
তবে নির্ধারিত সময়ের আগেই সুস্থ হয়ে বিশ্বকাপে খেলতে পারেন সালাহ, জানালেন কুপার, ‘আমাদের ডাক্তাররা প্রতিনিয়তই দারুণ খবর জানাচ্ছে। আমার তো মনে হয় সে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই ফিরতে পারে! আমরা অধীর আগ্রহে তার ফেরার অপেক্ষায় আছি। শুধু কাঁধের ইনজুরি নয়, সালাহ তার পুরো শরীরের ফিটনেস নিয়েও বেশি বেশি কাজ করছে। কারণ ওই ইনজুরি তাকে অন্যদের মতো অনুশীলন করতে দেয়নি।’
সালাহর ফেরার অপেক্ষায় থাকলেও শুধু তার ওপরেই নির্ভর করতে চান না কুপার, ‘আশা করি সে না খেললেও সেটা খুব বেশি প্রভাব ফেলবে না। আমরা একটা দল, একজনের ওপরে নির্ভর করে থাকলে চলবে না। এটাই ফুটবল, একজনের সাথে এমনটা হতেই পারে। তার বদলে অন্য কাউকে খেলতে হতে পারে, তবে আমরা চাই সেই খেলুক।’