আর্জেন্টিনার প্রস্তুতিতে ঝামেলা চলছেই
বাছাইপর্বটা খুব সুখকর ছিল না আর্জেন্টিনার। একদম শেষ ম্যাচে গিয়ে লিওনেল মেসির হ্যাটট্রিকেই নিশ্চিত হয়েছিল মূল পর্বে খেলা। রাশিয়া পৌঁছানোর আগে মাত্র দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও এখন হয়ত সেটাও হচ্ছে না। ইসরায়েলের বিপক্ষকে ম্যাচ বাতিলের পর গত মাসের ২৯ তারিখে হাইতির বিপক্ষে ম্যাচটাই হতে পারে আর্জেন্টিনার একমাত্র প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আগে এরকম ম্যাচ বাতিল হওয়ায় তাই খানিকটা এলোমেলো হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি।
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিলের খবরের পর রাশিয়াতে পাড়ি দেওয়ার আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভাবছিল আর্জেন্টিনা। স্যান ম্যারিনো কিংবা মাল্টা, দুই দেশের একটির সাথে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের কথা ভাবলেও শেষ পর্যন্ত সেটাও বাতিল হয়ে যায়।
আগামী রবিবার পর্যন্ত স্পেনেই অনুশীলন করবেন মেসিরা। সেখানে নিজেদের অনূর্ধ্ব-২০ দলের সাথে একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। যদি সেটাও না হয়, তাহলে একবারে ১৬ জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে ১১ টি অনুশীলন সেশন করানোর কথা ভেবেছিলেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। কিন্তু ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিলে সেই অনুশীলনের সময়সূচীও এলোমেলো হয়ে গেছে। স্পেন ছাড়ার আগে কিছু বাড়তি অনুশীলন সেশন করতে পারেন মেসিরা।
এদিকে বিশ্বকাপের আগে আগামী ১৩ জুন ভ্যাটিকান সিটিতে পোপের সাথে দেখা করার কথা আর্জেন্টিনা দলের। জানা গেছে, পোপের সাথে সেই সাক্ষাৎও নাকি হচ্ছে না। যদি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।