বর্ণবাদের ভয়ে পরিবারকে রাশিয়া আসতে বারণ রোজের!
প্রথমবার দেশের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, কিন্তু খেলার সময় সমর্থন জোগাতে মাঠে আসতে পারছে না আপনার পরিবার। তখন আপনার মনের অবস্থাটা কেমন হবে? ইংল্যান্ড ডিফেন্ডার ড্যানি রোজকে যেতে হচ্ছে এই কষ্টের ভেতর দিয়েই। রাশিয়াতে বর্ণবাদী আচরণের শঙ্কাতেই নিজের পরিবারকে সেখানে আসতে বারণ করেছেন রোজ!
বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিজ্ঞতা আগেই হয়েছে রোজের। ২০১২ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে সার্বিয়া খেলতে গিয়ে বর্ণবাদী মন্তব্য শুনেছিলেন। ওই ঘটনায় সার্বিয়ান ফুটবল ফেডারেশনকে ৬৫ হাজার ইউরো জরিমানা করেছিল ফিফা। এবারের বিশ্বকাপের আগেও দেখা দিয়েছে বর্ণবাদী আচরণ। গত মার্চে প্রীতি ম্যাচ খেলার সময় আপত্তিকর মন্তব্য শুনেছেন বেশ কয়েকজন ফরাসি ফুটবলার।
টটেনহাম ডিফেন্ডার রোজ বলছেন, পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবেই তাদের রাশিয়া যেতে বারণ করেছেন, ‘আমি আসলে নিজেকে নিয়ে ভাবছি না। কিন্তু বাড়ির সবাইকে বলেছি তারা যেন এখানে না আসে। শুধু বর্ণবাদ নয়, আরও অনেক কিছুই হতে পারে রাশিয়াতে! তাই এখানে আসার কোনো মানেই হয় না।’
ছেলের খেলা দেখতে আসতে না পেরে খুব বেশি হতাশ তার বাবা, জানালেন রোজ, ‘সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার বাবার। তার কথা শুনেই আমি বুঝতে পারছি। সে বলছে, হয়ত আর কখনোই আমাকে বিশ্বকাপের মঞ্চে খেলতে দেখতে পারবে না! এটা শুনে খুব বেশি খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই। বিশ্বকাপের প্রস্তুতির সময় আমি পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে চাই না।’
বর্ণবাদ নিয়ে ফিফার আচরণেও ক্ষুব্ধ রোজ, ‘ফিফার বিচার প্রক্রিয়ার আমার আস্থা নেই। আমি সার্বিয়াতে সুবিচার পাইনি, উল্টো নিজেই নিষিদ্ধ হয়েছিলাম! আসলে এসব নিয়ে আর মাথা ঘামাই নাই, আমাকে যা বলার বলতে পারে দর্শক। এসব কষ্টের কথা বলতে চাই না, পৃথিবীতে আমার চেয়েও খারাপ ভাবে এরকম আচরণের শিকার হচ্ছেন বহু মানুষ।’