"সঠিক একাদশ না নামালে বিশ্বকাপ জিতবে না ব্রাজিল"
বাছাইপর্বে দুর্দান্ত খেলে সবার আগে বিশ্বকাপে পৌঁছেছে তারাই। স্পেনের সার্জিও বুসকেটসের মতো অনেকের চোখে বিশ্বকাপে এবার ব্রাজিলই ফেভারিট। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে বলছেন, দলে ভালো ফুটবলার থাকলেও সঠিক একাদশ নির্বাচন না করলে বিশ্বকাপ জেতা কঠিন হয়ে যাবে তিতের দলের জন্য।
দুই বছর আগে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন তিতে। তার অধীনে ২০ ম্যাচে মাত্র একটিতে হেরেছে দল। বাছাইপর্বের অমন পারফরম্যান্সও স্বস্তি দিতে পারছে না পেলেকে, ‘তিতের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার চিন্তা একটা জায়গাতেই। বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই, কিন্তু আমাদের একাদশ এখনো ঠিক হয়নি। দলের অনেক ভালো ফুটবলার আছে ঠিকই, কিন্তু দল যদি ঠিক না থাকে তাহলে কিছুতেই লাভ নেই।’
এই বছর এখন পর্যন্ত ব্রাজিল খেলেছে মাত্র চারটি ম্যাচ। আগামী রবিবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন নেইমাররা। দলের সবাই একসাথে খুব কম সময় কাটিয়েছে বলেই ধারণা পেলের, ‘ব্রাজিলের সর্বকালের সেরা দল মানা হয় ১৯৭০ এর দলটাকে। সেবার আমরা বিশ্বকাপের আগে প্রায় ৬ মাস একসাথে ছিলাম। এজন্যই ওই ফলটা পেয়েছি। এখন তো খুবই অল্প সময় একসাথে কাটাচ্ছে দল।’
গতবারের মতো এবারও ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নসারথি নেইমার। তবে তার একার ওপর ভরসা করা উচিত হবে না বলেই মনে করেন পেলে, ‘নেইমার এখন বিশ্বের সেরা ফুটবলারদের একজন। কিন্তু সে একা বিশ্বকাপ জেতাতে পারবে না। ব্রাজিলকে একটা দল হয়েই বিশ্বকাপ জিততে হবে।’