আবারও মুখরক্ষা ছোটদের
বড়দিনের পরাজয়ের দিন ছোটদের প্রতিশোধ নেওয়া যেন একরকম নিয়ম হয়ে গেছে। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের দিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশি যুবারা। আজও বড়দের পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিছুটা শোধবোধ করল বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল।
৩০ ওভারের মাচে শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজ ও সাইফ হাসান হাল ধরেন। সাইফ ২৯ রানেও আউট হয়ে গেলেও টিকে ছিলেন মিরাজ। পরে বাংলাদেশের অধিনায়ককে সঙ্গ দিয়েছেন জাকির হাসান। দুজন মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেছেন ৬০ রান। মিরাজ শেষ পর্যন্ত ৫০ বলে ৫৭ রান করে আউট হয়েছেন, তবে জাকির অপরাজিত ছিলেন ৩৩ রানে। বাংলাদেশ ৩০ ওভারে করতে পেরেছে ১৫৭।
জবাবে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে। শেষ পর্যন্ত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১২৮। মিরাজ বল হাতেও নিয়েছেন ৩ উইকেট, ৩ উইকেট নিয়েছেন মোসাব্বেক হোসেনও। বাংলাদেশ জিতেছে ২৯ রানে।