সবার নিচে থেকেই শুরু করছে রাশিয়া
বিশ্বকাপের স্বাগতিক তারা, বাছাইপর্বও খেলতে পারেনি। তবে না চাইতেও অনাকাঙ্খিত একটা রেকর্ড সঙ্গী হচ্ছে রাশিয়ার। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে আছে রাশিয়াই।
সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে রাশিয়া ছিল ৬৬ নম্বরে, ঠিক পরেই ছিল সৌদি আরব (৬৭)। গত মাসে অস্ট্রিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে রাশিয়া হেরে গেছে ১-০ গোলে। সেটার খেসারত দিয়ে আরও চার ধাপ নিচে নেমে গেছে তারা, এখন রাশিয়া ৭০ নম্বরে। আর সৌদি আরব আছে ৬৭ নম্বরেই। এই দুই দলই পড়েছে এক গ্রুপে, তাদের খেলা দিয়েই আবার শুরু হচ্ছে বিশ্বকাপ।
শুরুর দিকে মোটামুটি অপরিবর্তিতই আছে সবকিছু, জার্মানি আছে এক নম্বরেই। এরপর ব্রাজিল, বেলজিয়াম, পর্তুগাল, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। সাতে আছে ফ্রান্স, আটে উঠে এসেছে পোল্যান্ড। নিয়ে থাকা চিলি বিশ্বকাপে নেই, আর দশে নেমে গেছে স্পেন।