মিডিয়ার জন্যই আমি বিশ্বকাপে নেই: ইব্রা
সুইডেন বিশ্বকাপে খেলছে অথচ সেখানে ইব্রাহিমোভিচ নেই, চার বছর আগেও সেটি মনে হতো অবিশ্বাস্য। তবে ইব্রাকে ছাড়াই শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে সুইডেন, পরে কোচ তাঁকে আর দলেও ডাকেননি। এতোদিন এ নিয়ে সরাসরি কিছু না বললেও এবার ইব্রা সরাসরিই বলেছেন, সুইডিশ মিডিয়ার জন্যই তিনি বিশ্বকাপে নেই। আর বিশ্বকাপে সুইডেন তাঁর সর্বজয়ী মানসিকতার অভাবও টের পাবে, সেটিও বলে দিলেন।
২০১৬ ইউরোর পরেই ঘোষণা দিয়েছিলেন, সুইডেনের জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে। তবে সুইসদের তাতে খুব একটা সমস্যা হয়নি, ইব্রাকে ছাড়াই দিব্যি চলে এসেছে রাশিয়ায়। তাও আবার প্লে অফে ইতালির মতো দলকে হারিয়ে। ইব্রার জায়গায় সুইডিশ কোচ ভরসা করেছেন তয়ভোনেন, গুদেত্তি, বার্গদের ওপর। বিশ্বকাপে যখন সুইডেন জায়গা পেয়েই গেল, ইব্রাকে ফেরানো হবে কি না সেটা নিয়েও গুঞ্জন উঠেছিল। তবে সুইডিশ ফেডারেশন সেটা সাথে সাথেই নাকচ করে জানিয়েছিল, এরকম কোনো পরিকল্পনা নেই তাদের।
এর মধ্যে ইব্রা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ঠিকানা বদলে এসেছেন এল এ গ্যালাক্সিতে। বিশ্বকাপ নিয়েও আর মুখ খোলেননি। তবে এবার বলে দিলেন, মিডিয়ার দ্য আছে এখানে, ‘মিডিয়া সব সময় বলে আমাকে ছাড়াই ওরা ভালো খেলে, সেটাই সবাই বিশ্বাস করেছে।’
কিন্তু মিডিয়ার এমন করার কারণ কী? ইব্রা শ্রাগ করলেন, ‘আমার মনে হয় আমার নামটা ঠিক সুইডিশ নয়, আমার মনোভাবও ঠিক গড়পড়তা সুইডিশ নয়। এজন্যই হয়তো আমার ব্যাপারে একটা অন্যরকম মনোভাব আছে ওদের। তবে রেকর্ড কিন্তু সব আমার।’
বিশ্বকাপে না যেতে পারার হতাশাটাও গোপন রইল না ইব্রার, ‘সব সেরা খেলোয়াড়েরাই বিশ্বকাপে যাচ্ছে, এটা ফুটবলের সবচেয়ে বড় আসর। কিন্তু সেখানে ইব্রা নেই, তার সেখানে থাকা উচিত ছিল।’
বয়স হয়ে গেছে ৩৬, তবে ইব্রা যে এখনো ধার হারাননি এলএ গ্যালাক্সিতেই সেটা দেখিয়েছেন। মনে করিয়ে দিচ্ছেন, তাঁর বিস্তর অভিজ্ঞতাটা সুইডেনেন দরকার ছিল, ‘আমি আয়াক্স, জুভেন্টাস, ইন্টার, বার্সেলোনা, মিলান, পিএসজি, ইউনাইটেড, গ্যালাক্সির মতো দলে খেলেছি। কীভাবে জিততে হয় আমি সেটা জানি। আর বড় খেলোয়াড়দের সঙ্গে না খেললে জেতার মানসিকতাও আপনার মধ্যে তৈরি হবে না, তাই না?’