• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপ ২০১৮ : কোন ক্লাব, কোন লিগের খেলোয়াড় বেশি?

    বিশ্বকাপ ২০১৮ :  কোন ক্লাব, কোন লিগের খেলোয়াড় বেশি?    

    বিশ্বকাপ  এসে গেছে, চূড়ান্ত দল ঘোষণার পর এখন রাশিয়ার বিমান ধরার অপেক্ষায় দেশগুলো। অনেকেই এরই মধ্যে পৌঁছেও গেছে। ক্লাবের সতীর্থরা এখন প্রতিপক্ষ, প্রতিপক্ষরা এখন সতীর্থ। কোন দলে আছে সবচেয়ে বয়স্ক ফুটবলার, কাদের দলে তরুণদের আধিপত্য বেশি? ইউরোপের কোন লিগ ও ক্লাব থেকে সবচেয়ে বেশি ফুটবলার খেলবে রাশিয়া বিশ্বকাপে? চলুন জেনে নেওয়া যান এমনই কিছু প্রশ্নের উত্তর।

     

    সবচেয়ে ‘তরুণ’ নাইজেরিয়া, ‘বুড়ো’ পানামা

    প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা পানামা দলের গড় বয়স সবচেয়ে বেশি। গড় বয়স ২৯ বছর ২৩৬ দিন নিয়ে তারাই বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ দল। প্রায় কাছাকাছি গর বয়স কোস্টারিকারও। আর্জেন্টিনা দলের গড় বয়স ২৯ বছর ৪ মাস, ব্রাজিলের ২৮ বছর ৮ মাস। এই বিশ্বকাপের সবচেয়ে তরুণ দল নাইজেরিয়া, তাদের গড় বয়স ২৫ বছর ১০ মাস।   

     

    ৪৫ বছর বয়সে বিশ্বকাপ 

    বাছাইপর্বের সময় থেকেই স্বপ্নটা দেখছিলেন তিনি। হয়ত গ্লাভসজোড়া এতোদিন তুলে রাখেননি স্বপ্ন ছোঁয়া হয়নি বলেই। ২৮ বছর পর বিশ্বকাপে মিশর, ৪৫ বছর বয়সী গোলরক্ষক এসাম এল হাদারিও সেই দলের সদস্য। মূল গোলরক্ষকও তিনি, বিশ্বকাপে খেলার কথা তারই। মাঠে নামলেই সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ডটা গড়ে ফেলবেন হাদারি। আর তার ঠিক উল্টোটা অস্ট্রেলিয়ার ড্যানিয়েল আর্জানি। সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে রাশিয়া যাচ্ছেন তিনি তার বয়স ১৯ বছর। রাশিয়া বিশ্বকাপে ১৯৯৯ সালের পর জন্ম একমাত্র ফুটবলারও তিনি।

     

    ঘরের লিগের ফুটবলার বেশি ইংল্যান্ডেরই

    ইংল্যান্ড স্কোয়াডের ২৩ জনই খেলেন প্রিমিয়ার লিগে, যা এই বিশ্বকাপে সর্বোচ্চ। এরপরেই আছে রাশিয়া, তাদের ২১ জন খেলে রাশিয়ান লিগে। আবার ঘরোয়া লিগে একজনও খেলেননা, এমন স্কোয়াডও আছে। সেনেগাল ও সুইডেনের একজনও তাদের নিজ ঘরোয়া লিগে খেলেন না। বেলজিয়াম, আইসল্যান্ড, নাইজেরিয়া ও সুইজারল্যান্ডের মাত্র ১ জন করে ফুটবলার খেলেন নিজের দেশের লিগে।

     

    বিশ্বকাপে ‘দাপট’ ম্যানচেস্টার সিটির

    রাশিয়াতে ম্যানচেস্টার সিটিতে খেলা ফুটবলার থাকছেন ১৬ জন, যা বিশ্বকাপে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, তাদের ১৫ জন যাবেন রাশিয়াতে। ১৪ জন নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। 

     

    সবাইকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগ

    রাশিয়াতে খেলতে যাওয়া ৭৩৬ জন ফুটবলারের মাঝে ১২৪ জনই ইংলিশ প্রিমিয়ার লিগের। ৮১ জন নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্পেনের লা লিগা। তৃতীয় স্থানে আছে জার্মান বুন্দেসলিগা, এখানকার ৬৭ জন খেলবে বিশ্বকাপে।