• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিরবেন কারভাহাল?

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিরবেন কারভাহাল?    

     

    চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পাওয়া চোটে বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল তার। শেষ পর্যন্ত স্পেনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিলেও সেই শঙ্কা এখনো দূর হয়নি দানি কারভাহালের। স্পেন কোচ হুলেন লোপেতেগি অবশ্য জানালেন, বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা কম কারভাহালের, মাঠে নামতে পারেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ।

    হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ফাইনালের প্রথমার্ধেই কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন কারভাহাল। সেদিন তার অবস্থা দেখে সবাই ধরে নিয়েছিলেন, নিশ্চিতভাবেই হয়ত বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, তার চোট সেরকম গুরুতর নয়। স্পেনের বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে কারভাহাল যোগ দেন দলের সাথে, জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডেও।

    তবে প্রস্তুতি ম্যাচে খেলেননি কারভাহাল। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে, মানছেন লোপেতেগি, ‘তাকে আরও কিছুটা সময় দিতে হবে। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমরা তাকে সময়ের আগেই মাঠে নামাব না। কারণ আমরা চাই না আরও বড় কোনো ক্ষতি হোক। প্রথম দুই ম্যাচে সে খেলতে পারবে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু সে সুস্থ হয়ে উঠবে ও টুর্নামেন্টের পরবর্তী সময়ে খেলবে।’