• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "সুয়ারেজ কামড়ালে আমিও কামড় দেবো!"

    "সুয়ারেজ কামড়ালে আমিও কামড় দেবো!"    

     

    গত বিশ্বকাপে তার কামড় কান্ড রীতিমত হইচই ফেলে দিয়েছিল। ইতালির জর্জিও কিয়েলিনির ঘাড়ে কামড় দিয়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। এবারো কি সেরকম কিছু হবে? রাশিয়ান ডিফেন্ডার ইলা কুতেপভ বলছেন, সুরায়েজ তাকে কামড় দিতে চাইলে তিনিও তাকে কামড় দেবেন!

    কামড় দেওয়ার ‘অভ্যাসটা’ তার অনেক পুরনো। জাতীয় দলের জার্সি গায়ে কিয়েলিনির সেই ঘটনা ছাড়া লিভারপুল ও আয়াক্সের হয়ে খেলার সময় প্রতিপক্ষের ফুটবলারদের কামড় বসিয়েছেন। তিনবারই শাস্তি পেয়ে হয়েছে সুরায়েজকে। তবে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন ২০১৪ বিশ্বকাপের সেই ঘটনাতেই।

    ২৫ মে রাশিয়া-উরুগুয়ে ম্যাচে সুয়ারেজকে আটকানোর দায়িত্বটা পর্বে কুতেপভের কাঁধেই। সুয়ারেজের কামড় দিয়ে কি ভয় পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে রাশিয়ান ডিফেন্ডার বলছেন, সুয়ারেজ তাকে কামড় দিয়ে পার পাবেন না, ‘আমার কি সুয়ারেজকে ভয় পাওয়া উচিত? মোটেই না! একদমই এটা নিয়ে ভয় পাচ্ছি না। যদি দরকার হয়, আমিই তাকে কামড় বসাবো!’