"সবাইকে মেসির পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে হবে"
বাছাইপর্বে খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল তারা। লিওনেল মেসির অতিমানবীয় এক হ্যাটট্রিকেই রাশিয়ার টিকেট পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নসারথিও সেই মেসিই। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হাভিয়ের মাসচেরানো বলছেন, বিশ্বকাপ জিততে হলে দলের বাকিদেরও মেসির মতো খেলার চেষ্টা করতে হবে।
গতবারও মেসিই দলকে টেনে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। তবে বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। এবার যেন সেরকম কিছু না হয়, সেজন্য মেসির পাশাপাশি অন্যদেরও জ্বলে উঠতে হবে, গারডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মানছেন মাসচেরানো, ‘মেসি যে পর্যায়ে নিয়ে গেছে নিজেকে, বাকিদেরও সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বহু বছর ধরেই আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইনকে বিশ্বসেরা ধরা হয়। এটা সত্যি যে আমাদের দারুণ কিছু ফরোয়ার্ড আছে। তবে দলকে শক্তিশালী করতে রক্ষণভাগের অবদানও অনেক। বিশ্বকাপে সাফল্য পেতে হলে মেসিকে যতটা সম্ভব সাহায্য করতে হবে বাকিদের।’
এই মৌসুমেও বার্সেলোনার হয়ে মেসি আছেন অবিশ্বাস্য ফর্মে। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতেছেন ডাবলও। বরাবরের মতো এবারো তার দিকেই তাকিয়ে থাকবে পুরো আর্জেন্টিনা, জানালেন মাসচেরানো, ‘সবাই চায় মেসি তার সেরা ফর্মে থাকুক। কারণ পুরো স্কোয়াড ও দেশ তার দিকেই তাকিয়ে থাকবে। অন্যরাও নিজেদের সেরাটা দিয়ে তার পাশে থাকার চেষ্টা করবে।’
১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।