"রোজার কারণেই প্রভাব পড়েছে তিউনিসিয়ার বিশ্বকাপ প্রস্তুতিতে"
ম্যাচের সময় অভিনব কায়দায় ইফতার করে আলোচনার কেন্দ্রিবিন্দুতে এসেছিল দলটি। রোজা রেখেই নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তিউনিসিয়া। দলের সহ অধিনায়ক ওয়াহবি খাজরি বলছেন, রোজার কারণেই নাকি তাদের বিশ্বকাপ প্রস্তুতি খানিকটা ব্যহত হয়েছে!
বিশ্বকাপ শুরুর আগে অনুশীলনের প্রায় পুরোটা সময়জুড়েই চলেছে রমজান মাস। তিউনিসিয়ার সবাই রোজা রেখেই অনুশীলন করেছেন, খেলেছেন প্রস্তুতি ম্যাচও। প্রস্তুতি ম্যাচের সময় ইফতারও করতে হয়েছে দুইবার। গোলরক্ষক মুয়েজ হাসেন চোট পাওয়ায় অভিনয় করে সবাইকে ইফতারের সুযোগও করে দিয়েছিলেন। যদিও তিনি এটা অস্বীকারই করেছেন।
রাশিয়াতে গিয়েও আরও কিছুদিন রোজা রাখতে হবে তিউনিসিয়ার ফুটবলারদের। বিশ্বকাপের বাকি মাত্র ৫ দিন। এমন অবস্থায় প্রস্তুতি নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে বলেই স্বীকার করছেন খাজরি, ‘কাজটা খুব কঠিন। আমরা তো পুরো দিন খেতে পারি না, পানিও পান করতে পারি না। অনুশীলনের সময় এভাবে চলা কষ্টকর হয়ে পড়ে। আমরা যেভাবে প্রস্তুতি নিতে চাই, সেটা রোজা রেখে সম্ভব হয় না। তবুও আমরা ভালো ফলের আশাই করছি।’
১৮ জুন ইংল্যান্ডের বিপক্ষেই বিশ্বকাপ মিশন শুরু করবে তিউনিসিয়া।