• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    সবচেয়ে বেশি বেতন ব্রাজিলের, কম পানামার

    সবচেয়ে বেশি বেতন ব্রাজিলের, কম পানামার    

    ক্লাব ফুটবলে কান পাতলেই শোনা যায় টাকার ঝনঝনানি। ১০০-২০০ মিলিয়নে ফুটবল কেনা যেন এখন ‘ডালভাত’ হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর কাছে। রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের ফুটবলারদের গড় বার্ষিক বেতনের দিকে তাকালে সেটা পরিষ্কার হয়ে ওঠে আরও বেশি। প্রায় ৬৫ কোটি টাকা বার্ষিক বেতন নিয়ে এই তালিকায় সবার ওপরে আছে ব্রাজিল। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা পানামার ফুটবলারদের গড় বার্ষিক বেতন মাত্র দেড় কোটি টাকা।

    বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তাদের দলেরই। নেইমারের কল্যাণে বেতনের দিক দিয়ে তাই সবার চেয়ে এগিয়ে আছে ব্রাজিল। রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার প্রতি সপ্তাহেই আয় করেন প্রায় ৫ কোটি টাকা! বার্সেলোনায় খেলা ফিলিপ কুতিনিয়োর আয় সপ্তাহে প্রায় ৩ কোটি টাকা। আয়ের দিক দিয়ে কুতিনিয়োর পড়েই আছেন রিয়াল মাদ্রিদে খেলা মার্সেলো, প্রতি সপ্তাহে তার আয় প্রায় ২.৫ কোটি টাকা। এছাড়াও পিএসজিতে খেলা থিয়াগো সিলভা, বার্সাতে খেলা পলিনহো সপ্তাহে আয় করেন এক কোটি টাকার ওপরে। তাদের এই বেতনের সুবাদেই দলের ফুটবলারদের গড় বেতন দাঁড়িয়েছে বছরে প্রায় ৬৫ কোটি টাকা।  

    গড় বার্ষিক বেতনের দিক দিয়ে ব্রাজিলের পড়েই আছে স্পেন। তাদের ফুটবলারদের গড় আয় বছরে প্রায় ৬১ কোটি টাকা। এরপরেই আছে বেলজিয়াম, তাদের ফুটবলারদের গড় বার্ষিক আয় ৫৯ কোটি। ফ্রান্সের ফুটবলারদের গড় আয় ৫৮ কোটি, লিওনেল মেসির আর্জেন্টিনার ক্ষেত্রে সেটা ৫৬ কোটি। জার্মানির ফুটবলাররা বছরে আয় করেন গড়ে ৫৫ কোটি টাকা, ইংল্যান্ডের ফুটবলারদের ক্ষেত্রে সেটা ৪৭ কোটি টাকা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের ফুটবলারদের গড় বার্ষিক আয় প্রায় ৪১ কোটি টাকা।

    একদিকে কোটি কোটি টাকা আয় করছেন ব্রাজিল, স্পেনের ফুটবলাররা। অন্যদিকে পানামা, ইরান, তিউনিসিয়ার ফুটবলারদের আয় তাদের তুলনায় বহুগুণে কম। সবচেয়ে কম গড় বার্ষিক আয় পানামার ফুটবলাররা। বছরে তারা গড়ে আয় করেন মাত্র দেড় কোটি টাকা। ইরানের ফুটবলারদের গড় বার্ষিক আয় ৪ কোটি, তিউনিসিয়ার ফুটবলাররা গড়ে আয় করেন বছরে ৫ কোটি টাকা।  

    সবচেয়ে বেশি গড় বার্ষিক বেতনের ৫ দেশ- 

    ১। ব্রাজিল (৬৫ কোটি ) 

    ২। স্পেন (৬১ কোটি) 

    ৩। বেলজিয়াম (৫৯ কোটি)

    ৪। ফ্রান্স (৫৮ কোটি) 

    ৫। আর্জেন্টিনা ( ৫৬ কোটি) 

    সবচেয়ে কম গড় বার্ষিক বেতনের ৫ দেশ- 

    ১। পানামা (১.৫ কোটি)

    ২। ইরান (৪ কোটি)

    ৩। তিউনিসিয়া ( ৫ কোটি)

    ৪। পেরু (৬ কোটি)

    ৫। দক্ষিণ কোরিয়া (৭ কোটি)