প্রথম ম্যাচেই খেলার ব্যাপারে আশাবাদী সালাহ
একটা সময় বিশ্বকাপে খেলাই অনিশ্চিত ছিল তার। মোহামেদ সালাহ যে গ্রুপ পর্বেই ফিরছেন,তিনদিন আগে সেটা নিশ্চিত করেছে মিশর কোচই। এবার সালাহ নিজেই জানালেন, উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই মিশরের জার্সি গায়ে নামতে পারেন তিনি।
রাশিয়ায় পা রাখার আগে গতকাল শেষ অনুশীলন করেছে মিশর দল। সেখানে এসেছিলেন সালাহও, তবে অনুশীলনে অংশ নেননি। তবে তার কাঁধের চোট যে অনেকটাই ভালো হওয়ার পথে, সেটা জানালেন নিজেই, ‘আমি বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হওয়ার প্রাণপণ চেষ্টা করছি। মিশর ও আমার যে স্বপ্ন, সেটা পূরণ করতে চাই। এমন সুযোগ হাতছাড়া করতে রাজি নই। এখন আগের চেয়ে অনেক সুস্থ আছি। আসা করি উরুগুয়ের বিপক্ষেই খেলতে পারব। আমি নিজের সেরাটাই দিব মিশরের মানুষদের জন্য।’
২৮ বছর পর বিশ্বকাপে খেলবে মিশর। এত বছর পর সুযোগ পেয়ে শুধু অংশ নিয়েই সন্তুষ্ট থাকতে চান না সালাহ, ‘আমাদের মূল লক্ষ্য ছিল বাছাইপর্ব পার হওয়া। অনেকেই বলতে পারে, আমরা মূল পর্বে খেলছি, এটাই তো যথেষ্ট! কিন্তু আমরা ইতিহাস গড়তে চাই। বাছাইপর্বে যা করেছি সেটা ইতিহাস, মূল পর্বে আরেক ধাপ সামনে এগুতে চাই। গ্রুপ পর্বে তিনটা ম্যাচ পাবো, সেখানে ভালো কিছু করাই সবার লক্ষ্য।’