রেকর্ডছোঁয়া নেইমারের দিনে ব্রাজিলের বড় জয়
বিশ্বকাপের আগে শেষ ম্যাচ, নিজেদের পরখ করে দেখার শেষ সুযোগ। ব্রাজিল কোচ তিতে আজ যে দল নামিয়েছেন, সেটাই হতে পারে ব্রাজিলের প্রথম একাদশ। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে সেই প্রস্তুতিটাও সেরে রাখল ব্রাজিল। আর গোল করে রোমারিওর ৫৫ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেললেন নেইমার। সামনে শুধু রোনালদো আর পেলে।
ম্যাচের শুরুতে অবশ্য দাপট ছিল অস্ট্রিয়ারই। ২৫ মিনিটের ভেতর কয়েকটি সুযোগও পেয়েছিল তারা, তবে কাজে লাগাতে পারেনি। ৩৬ মিনিটে ব্রাজিলের প্রথম গোলটা অবশ্য সৌভাগ্যবশতই। মার্সেলোর শট দিকবদল করে ফিরে এসে পড়ে হেসুসের পায়ে। দুরুহ কোণ থেকে ডান পায়ে লক্ষ্যভেদ করেছেন হেসুস, তিতের অধীনে নিজের গোলস্কোরিং ধারাটা রেখে একাদশে দাবিটা জোরালোও করে রাখলেন। যদিও রিপ্লেতে দেখা গেছে, মার্সেলোর কিকের সময় অফসাইডে ছিলেন ব্রাজিলের একজন।
তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিল অনেকটা নিজেদের মতো খেলতে শুরু করে। ৬৩ মিনিটে নেইমার পেয়ে যান তাঁর রেকর্ডছোঁয়া গোল। উইলিয়ানের পাস থেকে বক্সের বাঁয়ে যখন বল পান, সামনে ছিলেন একজন অস্ট্রিয়ান ডিফেন্ডার। তাঁকে নাকানি চুবানি খাইয়েই গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন নেইমার। বুঝিয়ে দিয়েছেন, চোট থেকে ফিরে নিজের স্বাভাবিক ছন্দেও ফিরতে শুরু করেছেন।
ব্রাজিল নিজেদের সেরাটা জমিয়ে রেখেছিল তৃতীয় গোলের জন্য। লিভারপুলের পুরনো সতীর্থ রবার্তো ফিরমিনোর দারুণ এক ওয়ান টু খেলে বল পেয়ে যান কুতিনহো। বাঁ প্রান্ত থেকে গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি। তিতে অবশ্য এই ম্যাচ শেষে বড় স্বস্তি পাবেন, এই ম্যাচেও কোনো গোল খায়নি দল। তিতের অধীনে ২১টি ম্যাচের মধ্যে এ নিয়ে ১৬টিতেই ক্লিন শিট রাখল ব্রাজিল।