বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন মেসি?
টানা তিন ফাইনালে বিষণ্ণ মুখে মাঠ ছাড়া। ২০১৪ বিশ্বকাপের পর দুটি কোপা আমেরিকার ফাইনালে খালি হাতেই ফিরতে হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। গত এক বছরে মেসি অনেকবারই ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া বিশ্বকাপের পরেই বিদায় বলতে পারেন জাতীয় দলকে। বিশ্বকাপ খেলতে রাশিয়া পৌঁছানোর পর মেসির কণ্ঠে আবারও সেই সুর, জানিয়েছেন এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ।
২০১৬ সালের কোপার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর হুট করেই অবসর নিয়েছিলেন মেসি। তবে কোচ ও ফুটবল ফেডারেশনের অনুরোধে সেই অবসর ভেঙে ফিরেছেন কিছুদিনের মাঝেই। বাছাইপর্বে তার নৈপুণ্যেই বিশ্বকাপের মূল আসরে পৌঁছেছে আর্জেন্টিনা।
এবারও যদি ২০১৪ সালের মতো খালি হাতে ফিরতে হয়, তাহলে হয়ত মেসিকে আর আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে না। স্পোর্টস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন এমনটাই, ‘আসলে অবসরের ব্যাপারটা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। বিশ্বকাপটা কীভাবে শেষ হয় সেটার ওপরেই নির্ভর করছে সিদ্ধান্তটা। টানা তিন ফাইনাল হারের পর আর্জেন্টিনার মিডিয়ার অনেক কাজের কারণে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। ফাইনালে ওঠা কী জিনিস সেটা অনেকেই বুঝতে পারেন না। এটা কোনো সহজ কাজ নয়, এটাকে সম্মান করা উচিত। জয়টাও জরুরী, কিন্তু সেখানে পৌঁছানো এতটা সহজ নয়।’
রাশিয়াতে আর্জেন্টিনা ফেভারিট নয়, সেটা নিজেই জানিয়েছিলেন কিছুদিন আগে। তবে রশিয়াতে তৃতীয়বারের মতো শিরোপা জয়ে চেষ্টার কোনও কমতি রাখবেন না মেসি, ‘আমাদের দারুণ কিছু ফুটবলার আছে, অন্য সব দেশ এরকম ফুটবলারদের চাইবে। নিজেদের সেরাটাই দেবে সবাই। গতবারের হতাশা ভুলে এবার ভালো কিছু করতে চাই।’