"নেইমার নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবে আমিও জানি না!"
প্রথম প্রস্তুতি ম্যাচে নেইমার মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। অস্ট্রিয়ার বিপক্ষে কাল অবশ্য একাদশে ছিলেন। দুর্দান্ত এক গোল করে ছুঁয়েছেন কিংবদন্তি রোমারিওকে। ম্যাচ শেষে নেইমারের প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিল কোচ তিতে বলছেন, নেইমার নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবেন সেটা তিনিও জানেন না!
ইনজুরি কাটিয়ে ফেরার পর নেইমার বুঝতেই দেননি যে তিন মাস মাঠের বাইরে ছিলেন। আগের ম্যাচেও গোল পেয়েছেন। কালকের গোলটা ছিল চোখ ধাঁধানো। অস্ট্রিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার ড্রাগোভিচকে দারুণভাবে বোকা বানিয়ে বল জালে জড়ান। নেইমারের পায়ের জাদুতে রীতিমত অসহায় লাগছিল অস্ট্রিয়া রক্ষণভাগকে।
তিতে বলছেন, ফিট থাকলে নেইমার অন্য যে কারোর চেয়ে বেশি ভয়ংকর হয়ে উঠবেন, ‘তার প্রতিভা তাকে কোন উচ্চতায় নিয়ে যাবে, এটা আমিও জানি না। তার কৌশল অসাধারণ। তাকে যেটুকু সময়ই মাঠে পেয়েছি, সেটুকুতেই দুর্দান্ত পারফর্ম করেছে।’
৮৪ মিনিটের সময় নেইমারকে তুলে নেন তিতে। বিশ্বকাপের আগে যেন আর ইনজুরিতে না পড়েন, এজন্যই এই সিদ্ধান্ত, ‘আমি তাকে বিরতির সময় বলেছিলাম, সুযোগ পেলেই আক্রমণ করবে। শেষের দিকে ভাবলাম, হয়ত এটা তার ইনজুরির কারণও হয়ে যেতে পারে কেউ ফাউল করলে। তাই তাকে ৯০ মিনিটের আগেই তুলে নিয়েছি।’