বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি চান না ল্যাম্পার্ড
বিশ্বকাপে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতি। প্রচলনের পর থেকে অবশ্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়ে বিতর্কের শেষ নেই। সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলছেন, এত তাড়াতাড়ি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি।
বিশ্বকাপের আগে সব পক্ষের আলোচনাতে আছে এই ভিএআর। স্পেনের ফুটবলারদের জন্য রিভিউ পদ্ধতির বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছে। তাদের কোচ হুলেন লোপেতেগি তো ফুটবলারদের সতর্কই করেছে এটার ব্যবহার নিয়ে। পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলছে প্রতিদিনই।
সময়ের আগেই বিশ্বকাপে আসছে ভিএআর, দাবি ল্যাম্পার্ডের, ‘গোললাইন পদ্ধতিটা দরকার ছিল। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভিএআর চালু করা অনেক বড় একটা সিদ্ধান্ত। এখনো এটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে। প্রিমিয়ার লিগে এটা ব্যবহার করা হয় না। একেক লিগে এটার একেক রকম নিয়মে চলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এটা বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। আমরা কেউই চাই না বিশ্বকাপে কোনো বিতর্কের জন্ম হোক।’
কোনো দল রিভিউ নিলে সেটা স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমর্থকরা মেনে না নিলে তখন অবস্থা কী হবে, সেটা নিয়েও চিন্তিত ল্যাম্পার্ড, ‘রিভিউয়ের ব্যাপারে সিদ্ধান্ত তো একজনই নেবেন তাইনা? যখন বড় স্ক্রিনে দেখানো হবে সেটা, সব দর্শক তো সেটার সাথে একমত নাও হতে পারেন। এছাড়াও অনেক সমস্যা আছে এই পদ্ধতির। সবকিছুর সমাধান না করে বিশ্বকাপে এটা আনা উচিত হয়নি।’