• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    রামোসের মতো করে সালাহকে আটকাতে চায় রাশিয়া

    রামোসের মতো করে সালাহকে আটকাতে চায় রাশিয়া    

     

    লুইস সুয়ারেজকে পাল্টা কামড় দেওয়ার কথা বলে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। রাশিয়ান ডিফেন্ডার ইলা কুতেপভ এবার জানিয়ে দিলেন মিশরের মোহামেদ সালাহকে আটকানোর কৌশলও। কুতেপভ বলছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সার্জিও রামোস যেভাবে সালাহকে ঠেকিয়েছেন, সেই একইভাবে তিনিও তাকে আটকাবেন।

    মিশরের বিপক্ষে ম্যাচে সালাহকে আটকানোর দায়িত্ব থাকবে তার কাঁধেই। মৌসুমজুড়ে অবিশ্বাস্য ফর্মে থাকা সালাহকে ঠেকানো নিয়ে অবশ্য খুব একটা ভাবছেন না কুতেপভ, ‘সালাহর খেলা নিয়ে আমি মোটেও দুশ্চিন্তায় নেই। তাকে কীভাবে আটকানো যায়? রামোস যা করেছে সেটাই উদাহরণ হতে পারে! সে সবাইকে দেখিয়ে দিয়েছে কীভাবে সালাহকে বাধা দিতে হবে।’

    রামোসের সাথে সেই ঘটনায় আঘাত পেয়েই বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছিলেন সালাহ। তবে রাশিয়াতে পা রাখার আগে নিজেই জানিয়েছেন, উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই ফিরতে পারেন। মিশর ফুটবল ফেডারেশনও এমনটাই আশা করছে।

    ইনজুরি কাটিয়ে রাশিয়ার বিপক্ষে খেলবেন সালাহ, চাইছেন কুতেপভও, ‘তাকে ইনজুরিতে পড়তে দেখে খুব একটা খারাপ লেগেছিল কিনা সেটা বলতে পারব না। তবে আমি চাই সে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরুক। সে যদি আমাদের বিপক্ষে বিশ্বকাপে খেলে তাহলে খুশিই হবো। কারণ তার মতো দুর্দান্ত একজন ফুটবলারের বিপক্ষে খেললে নিজের খেলারও উন্নতি হবে।’

    ১৯ জুন মুখোমুখি হবে রাশিয়া ও মিশর।