• অ্যাশেজ
  • " />

     

    হাসি এখন ইংল্যান্ডের মুখেই

    হাসি এখন ইংল্যান্ডের মুখেই    

    কখনও কখনও ইতিহাস ছুঁতে পারাটাও কোনো সান্ত্বনা হতে পারে না। ক্রিস রজার্সের কথাই ধরুন। টানা সাত ইনিংসে অন্তত পঞ্চাশ করেছেন এমন কীর্তি আছে চারজনের- স্যার এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, শিবনারায়ন চন্দরপল ও কুমার সাঙ্গাকারার। রজার্স তাঁদের ছাড়িয়েও যেতে পারেন, কিন্তু একটা দিক দিয়ে পিছিয়ে থাকবেনই। এই চারজনেরই অন্তত একটি করে সেঞ্চুরি আছে, এই ছয় ইনিংসে। রজার্সের নেই একটিও। আজ অন্তত সেটি পেয়েই গিয়েছিলেন বলে মনে হয়েছে। কিন্তু ৯৫ রানেই ক্যাচ দিয়েছেন মার্ক উডের বলে। দিন শেষে সেটাই বেশি পোড়াবে রজার্সকে।

     

    অস্ট্রেলিয়ার জন্যও কার্ডিফ টেস্টের দিনটা শেষ পর্যন্ত হতাশার কেটেছে। প্রথম দিন শেষে ইংল্যান্ডের ৪৩০ রানের জবাবে তারা ৫ উইকেট হারিয়ে করেছে ২৬৪। স্বীকৃত ব্যাটসম্যান বলতে আছেন শুধু ওয়াটসন ও হ্যাডিন, এই টেস্টের লাগাম এখন ইংল্যান্ডের হাতেই।

     

     

    সেটার জন্য কৃতিত্ব দাবি করতে পারেন মঈন আলী। আজ সকালে ব্যাট হাতে খেলেছেন ৭৭ রানের ঝকঝকে একটা ইনিংস, ইংল্যান্ডকে পার করেছেন ৪০০ রানের মাইলফলক।  পরে বল হাতেও নিয়েছেন মূল্যবান দুই উইকেট। ৩৪৩ রান নিয়ে ৭ উইকেটে দিন শুরু ইংল্যান্ড যোগ করেছে আরও ৮৭ রান। ৫ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক।

     

     

    কিন্তু জবাবে রজার্স ছাড়া বাকিরা কেউই থিতু হতে পারেননি। ১৭ রান করে আউট হয়ে গেছেন ওয়ার্নার। এরপর ৩৩ রান করে স্মিথও ক্যাচ দিয়েছেন মঈনের বলে। রজার্সের আউটের পর অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অ্যাডাম ভোজেস মিলে একটু আশা দেখাচ্ছিলেন। এবারও ঘাতক মঈন, ক্লার্ককে নিজের ক্যাচ বানিয়েছেন। পরে ভোজেসকে ৩১ রানে অ্যান্ডারসনের ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়াকে দিনের শেষ ধাক্কা দিয়েছেন স্টোকস। আজ দিন শেষে ২৯ রানে অপরাজিত ছিলেন শেন ওয়াটসন, নাথান লায়ন নামবেন ৬ রান নিয়ে।

     

    ছবি-ক্রিকইনফো