সালাহর চোটগ্রস্ত কাঁধে হাত দিয়ে বিপত্তিতে দর্শক
বাস থেকে নামা মোহামেদ সালাহর সঙ্গে সেলফি তুলতে ছুটে এসেছেন এক ভক্ত। কাঁধে হাত দিয়ে সেলফি তুলবেন, বিপত্তিটা তখনই। কাঁধ থেকে হাতটা নামিয়ে দিলেন, সালাহর পাশে থাকা এক কর্মকর্তা সরিয়ে দিলেন সেই ভক্তকে। যে কাঁধ নিয়ে উদ্বিগ্ন পুরো মিশর, সালাহর সেই কাঁধে অযাচিত “আঘাত” তো আলোচনায় আসবেই।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি সালাহ। গত কয়েক সপ্তাহ কাটিয়েছেন সেটার পুনর্বাসনে। সেই ভক্ত যখন তার কাঁধে হাত রেখেছিলেন, তখনও তার চোখেমুখে ছিল সতর্কতার স্পষ্ট ছাপ।
মিশরের টিম চিকিৎসক মোহামেদ আবু আল-এলা নিশ্চিত করেছেন, সালাহর কাঁধে এখনও ব্যথা আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে তার খেলার সম্ভাবনাও কম। এমনকি রবিবার মিশরের ট্রেনিং সেশনেও যোগ দেননি সালাহ।
সেই ভক্ত পরে কাঁধে হাত না রেখেই সেলফিটা তুলেছেন। সালাহ কি পারবেন তাকে সেই ছবিটা বাঁধিয়ে রাখার উপলক্ষ্য এনে দিতে, রাশিয়া বিশ্বকাপেই? তার কাঁধেই তো পুরো মিশরের দায়িত্ব।