তিন টন খাদ্যসামগ্রী নিয়ে রাশিয়াতে এসেছে আর্জেন্টিনা
বিশ্বকাপ খেলতে দুদিন আগেই রাশিয়াতে পা রেখেছেন লিওনেল মেসিরা। বিশ্বকাপ জয়ের মিশনে প্রায় একমাস এখানে থাকতে হতে পারে আর্জেন্টিনা দলকে। এই দীর্ঘ সময়ে ‘ঘরের খাবার’ মিস করতে পারেন ফুটবলাররা, এই ভেবেই কিনা দেশটির ফুটবল ফেডারেশন দলের সাথে পাঠিয়ে দিয়েছে প্রায় ৩ টন খাদ্যসামগ্রী!
শুধু খাবার নয়, আর্জেন্টিনা দলের সাথে রাশিয়া এসেছে বিশেষ বাবুর্চিরাও। মেসি-দিবালাদের জন্য প্রতি বেলায় রান্না হবে আর্জেন্টাইন খাবার, জানালেন রাশিয়ায় অবস্থিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রিকার্ডো লাগোরিও, ‘আর্জেন্টিনা ফুটবল দল নিজেদের সাথে দেশটির স্থানীয় খাবার এনেছে। গরু, শূকর, ক্যারামেল, বিশেষ ধরনের কফি, সবই আছে তাদের সাথে। প্রায় তিনমণ পরিমাণের খাদ্যদ্রব্য রান্নার জন্য বাবুর্চিও আনা হয়েছে আর্জেন্টিনা থেকে।’
আর্জেন্টিনার প্রাথমিক অনুশীলন ক্যাম্প হচ্ছে মস্কো থেকে ২৫ মাইল দূরে ব্রনিটসিতে। সেখানে মেসিদের জন্য থাকছে বিলাসবহুল আবাসন ব্যবস্থা, অলিম্পিক স্টাইল সুইমিংপুল, বিশাল এক অনুশীলনের মাঠ। এই ক্যাম্পের জায়গাটা মূলত ব্যবহার করে রাশিয়ার জাতীয় দল।