• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "মেসিকে আটকানোর পদ্ধতি কেউ বের করতে পারেনি"

    "মেসিকে আটকানোর পদ্ধতি কেউ বের করতে পারেনি"    

    দুজনেই খেলেন বার্সেলোনাতে। বিশ্বকাপ অবশ্য ইভান রাকিতিচ ও লিওনেল মেসিকে মুখোমুখি দাড় করিয়ে দিচ্ছে। গ্রুপ পর্বেই একে অন্যের বিপক্ষে লড়বে রাকিতিচের ক্রোয়েশিয়া ও মেসির আর্জেন্টিনা। অন্য সব দলের মতো ক্রোয়েশিয়ার লক্ষ্যও থাকবে মেসিকে আটকানো। তবে খোদ রাকিটিচই মনে করেন, এখন পর্যন্ত মেসিকে আটকানোর পদ্ধতি কেউই বের করতে পারেনি।

     

     

    মেসিকে আটকানোর কথা ভাবার চেয়ে তার বিপক্ষে খেলাটা উপভোগ করতে চান রাকিটিচ, ‘ফুটবলে মেসিকে আটকানোর ফর্মুলা এখনো কেউ বের করতে পারেনি। আমাদের কোচ ডালিচ, আমি কিংবা অন্য কেউই এটা পারবে না। মেসির বিপক্ষে খেলাটা আমাদের উপভোগ করতে হবে। সেরাদের বিপক্ষে খেলার সুযোগ সবসময় আসে না। নাইজেরিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটাও কঠিন হবে। কিন্তু মেসির বিপক্ষে মাঠে নামাটা বিশেষ কিছু।’

     

    মেসি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে ভালো ফল না আসলে অবসরে যেতে পারে। রাকিটিচ মনে করেন, বিশ্বকাপ না জিতলেও মেসির অর্জন একটুও ফিকে হয়ে যাবে না, ‘সে বিশ্বকাপ উচিতে ধরার দাবিদার। কিন্তু ফুটবল তো টেনিস না, তার একার ওপরে সব চাপ দিলে হবে না। যদি সে বিশ্বকাপ জেতে, আমরা সবাই খুশি হবো। তবে না জিতলেও তার ক্যারিয়ারের অর্জন ফিকে হবে না। মেসি কেমন ফুটবলার সেটা একটা বিশ্বকাপ জয় নির্ধারণ করবে না।’

    ২১ জুন মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।