প্রীতি ম্যাচে হ্যাজার্ডের চোটের শঙ্কা
অধিনায়ক এডেন হ্যাজার্ডের চোট নিয়ে শঙ্কায় পড়েছে বেলজিয়াম। কোস্টারিকার সঙ্গে ৪-১ গোলে জেতা প্রীতি ম্যাচের ৭০ মিনিটে উরুতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন চেলসি তারকা। তবে মাঠ ছাড়তে তার সাহায্যের প্রয়োজন হয়নি, টানেলের ভেতর ঢুকেছেন একাই। চোটের শঙ্কা তৈরি হয়েছে স্পেনের জেরার্ড পিকেকে ঘিরেও। অনুশীলন ছেড়ে চলে গিয়েছিলেন তিনি।
ম্যাচশেষে কোচ রবার্তো মার্টিনেজও দৃঢ়ভাবে বলেছেন, হ্যাজার্ড ঠিক আছেন, তার বিশ্বকাপে খেলা নিয়ে কোনও শঙ্কা নয়। তবে ভিনসেন্ট কোম্পানির মতো খেলোয়াড়কে হারানোর শঙ্কায় আছে বেলজিয়াম, হ্যাজার্ডের চোট তাই দুশ্চিন্তা বাড়িয়েই দিয়েছে শুধু।
বেলজিয়ামের বড় জয়ের ম্যাচে একমাত্র খচখচানি হ্যাজার্ডকে নিয়েই। রোমেলু লুকাকুর জোড়া গোলে কোস্টারিকাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলরা। ব্রায়ান রুইজ অবশ্য কোস্টারিকাকে এগিয়ে দিয়েছিলেন শুরুতে, ড্রাইস মার্টেনস সমতায় আনার পর গোল করেছে মিখি বাতসুয়ারিও।
“এডেন ঠিক আছে”, ম্যাচশেষে বলেছেন মার্টিনেজ। “আমি তার পারফরম্যান্স উপভোগ করেছি। আমরা তাকে মিডফিল্ডে যতো বেশি সম্ভব জায়গা দেওয়ার চেষ্টা করছি, যাতে সে টার্ন করে ভিন্নপথে এগুতে পারে।”
“এডেন তার ভূমিকায় দারুণ ছিল। তাকে দেখে বেশ শক্তিশালি মনে হয়েছে, যে কোনও চ্যালেঞ্জ নিতে সে প্রস্তুত। সে মাঠ ছেড়ে এসেছে, কারণ পায়ে সামান্য আঘাত ছিল তার। চিন্তার কিছু নেই।”
খেলোয়াড়টা হ্যাজার্ড বলেই তো চিন্তাটা বেশি!