নাইজেরিয়ার জার্সি নাম্বার : ১০ চমকপ্রদ তথ্য
এ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত জার্সি নাইজেরিয়ারই। এমনকি বিশ্বকাপ প্লেনে তাদের পোশাকও এসেছে আলোচনায়। জার্সির মতো এবার আলোচনায় নম্বরও, ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার স্কোয়াডের জার্সি নাম্বার ঘোষণার পর দশটি চমকপ্রদ তথ্য বের করেছে কুইসেইএসপিএন...
১
সব আসরেই গ্রুপ-পর্বের প্রথম ম্যাচে নাইজেরিয়ার হয়ে এই একটি নাম্বারই নেমেছে- পিটার রুফাই (১৯৯৪, ৯৮), ইকে সরুনমু (২০০২), ভিনসেন্ট এনিয়েমা (২০১০, ১৪)।
২
সবসময় ডিফেন্ডাররাই এই নাম্বার পেয়েছে। ১৯৯৪ সালে অগাস্টিন এগুয়াফন, ১৯৯৮ সালে মবি অপয়ারাকু, ২০০২, ২০১০ ও ২০১৪ সালে জোসেফ ইয়োবোর পর এবার এটা পরবেন ব্রায়ান আইডোয়ু।
৪
বিশ্বকাপে সুপার ইগলদের হয়ে প্রথম ম্যাচে এই জার্সি নাম্বার নেমেছে শুধুই একবার। ২০০২ সালে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলেন নয়ানকোও কানু।
৫
পাঁচটি বিশ্বকাপের মধ্যে তিনটিতেই এই জার্সি পরেছেন তুরস্কে খেলা ফুটবলার। উচে ওকেচুকইয়ু (ফেনারবাচ, ১৯৯৪ ও ৯৮), উইলিয়াম ট্রুস্ট-একং (বারসাপর, ২০১৮)
৭
নাইজেরিয়ার হয়ে জোড়া গোল করেছেন একজনই, ২০১৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচে এই জার্সিই পরেছিলেন আহমেদ মুসা।
৯
১৯৯৪ সালে বুলগেরিয়ার বিপক্ষে রাশিদি ইয়েকিনি নাইজেরিয়ার হয়ে প্রথম গোল করেছিলেন, এরপর টানা ১৭ ম্যাচে সুপার ইগলদের হয়ে ৯ নম্বর কোনও খেলোয়াড় গোল করতে পারেনি, সেই গোলখরা চলেছে ১০১৬ মিনিট।
১০
এই জার্সি পরে কোনও নাইজেরিয়ানই বিশ্বকাপে গোল করেননি। অস্টিন ওকোচা এটি পরেছিলেন ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে, ব্রাউন আইডেয়ে পরেছেন ২০১০ সালে, জন মিকেল অবি পরেছিলেন ২০১৪ সালে- গোল করতে পারেননি কেউই।
১২
গ্রুপ-পর্বের দ্বিতীয় ম্যাচে মোট ৫টি গোল করেছে নাইজেরিয়া। এর মধ্যে দুইটি গোল করেছেন ১২ নম্বর জার্সি পরা ফুটবলার, স্যামসন সিসিয়া (বিপক্ষ আর্জেন্টিনা, ১৯৯৪) ও কালু উচে (বিপক্ষ গ্রীস ২০১০)
১৫
সবসময় মিডফিল্ডাররাই পরেছেন এই জার্সি। সানডে ওলিসেহ, জাসটিস ক্রিস্টোফার, লুকম্যান হারুনা, র্যামন আজিজ ও জোয়েল অবি।
২৩
দুইটি ভিন্ন বিশ্বকাপে স্কোয়াডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় পরছেন এই জার্সি। ২০০২ সালে ফেমি ওপাবুনমি ও ২০১৮ সালে ফ্র্যান্সিস উজোহো।