অফসাইড হলেও হবে না অফসাইড?
বিশ্বকাপের ম্যাচ দেখতে বসেছেন। মিডফিল্ড থেকে বল বাড়িয়ে দেওয়া হলো ফরোয়ার্ডের কাছে। টিভির সামনে বসেই বুঝতে পারলেন, এটা তো অফসাইড। তবে আপনাকে অবাক করে দিয়ে সহকারী রেফারি অফসাইডের নির্দেশ দিলেন না! মনে হতে পারে, রেফারি হয়ত ভুল করছেন। কিন্তু না, রেফারি আসলে ইচ্ছা করেই অফসাইড দেননি! রাশিয়া বিশ্বকাপে খোদ ফিফা থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে, অফসাইডের ব্যাপারে সামান্যতম সন্দেহ থাকলে রেফারি খেলা চালিয়ে যাবেন, পরে গোল হলে সেটা নিয়ে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির কাছে আবেদন করতে পারবেন ফুটবলাররা।
এবারই প্রথম বিশ্বকাপে থাকবে ভিএআর। সেই সুবাদে বেশ কিছু নতুন নিয়ম চালু করবে ফিফা। তারই অংশ হিসেবে অফসাইড নিয়ে সন্দেহ থাকলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরেলুইজি কলিনা বলছেন, তাদের নির্দেশ মেনেই কাজ করবেন সহকারী রেফারিরা, ‘যদি কেউ সহকারী রেফারিকে অফসাইডের নির্দেশ দিতে না দেখেন, তাহলে ভাববেন না যে তিনি ভুল করছে। আসলে তিনি আমাদের নির্দেশনাই মানছেন। আমরাই তাকে বলেছি সন্দেহ থাকলে পতাকা নামিয়ে রেখে খেলা চালিয়ে যেতে।’
খেলার ছন্দপতন যেন না হয়, এজন্যই এমন সিদ্ধান্ত, জানিয়েছেন কলিনা, ‘হয়ত দারুণ একটা আক্রমণ হচ্ছে, অফসাইডের কারণে সেটা থেমে যেতে পারে। খেলা চালিয়ে যাওয়া হবে। যদি গোল হয় তাহলে প্রতিপক্ষ ভিডিও রেফারির কাছে আবেদন করবে। অফসাইড হলে সেটা বাতিল হয়ে যাবে।’