• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "কাসেমিরোই ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার"

    "কাসেমিরোই ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার"    

     

    ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কে? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন নেইমারের নাম। তবে সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিল কোচ লুইস ফিলিপ স্কলারির মতে, নেইমার নন, ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার হলেন কাসেমিরো।

    নেইমার, কুতিনিয়ো, মার্সেলোরা থাকতে রিয়াল মাদ্রিদে খেলা কাসেমিরোকেই কেনও বেছে নিলেন? স্কলারি বলছেন, কাসেমিরো ব্রাজিল দলে ভারসাম্য আনে, ‘ব্রাজিলের যে ফুটবলার পুরো ম্যাচে পার্থক্য গড়ে দেয়, সে কাসেমিরো। সে দলে ওই ভারসাম্যটা আনে যা জয়ের জন্য দরকার। ভারসাম্য না থাকলে ব্রাজিল এত ভালো পারফর্ম করতে পারত না।’

     

     

    রিয়ালের হয়ে মৌসুমজুড়েই দারুণভাবে রক্ষণ সামলেছেন তিনি। বাছাইপর্বেও ব্রাজিলের রক্ষণকে আগলে রেখেছেন কাসেমিরো। কাসেমিরোর কারণেই নির্ভার হয়ে আক্রমণে যেতে পারেন মার্সেলো, নেইমাররা, মনে করিয়ে দিলেন স্কলারি, ‘মার্সেলো, নেইমার কিংবা অন্য যেকোনো ফরোয়ার্ডের কথাই বলেন না কেনও, সবাই নির্ভার হয়ে খেলতে পারে কাসেমিরোর জন্যই। সে রক্ষণভাগ দারুণভাবে সামলাচ্ছে। ফরোয়ার্ডরা এজন্যই কোনো চিন্তা ছাড়াই আক্রমণে যেতে পারছে।’