• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপে না থেকেও যুক্তরাষ্ট্রের ৮৮ হাজার টিকেট!

    বিশ্বকাপে না থেকেও যুক্তরাষ্ট্রের ৮৮ হাজার টিকেট!    

    বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। এরই মাঝে রাশিয়াতে আসতে শুরু করেছে অংশগ্রহণকারী দল ও তাদের সমর্থকরা। কোন দেশ থেকে কেনা হয়েছে বিশ্বকাপের ম্যাচের সর্বোচ্চ টিকেট? অবাক করার মতো ব্যাপার হচ্ছে, স্বাগতিক রাশিয়ার পর সবচেয়ে বেশি টিকেট কেটেছে বিশ্বকাপেই না থাকা যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকরা!

    গত বছরের সেপ্টেম্বর থেকে টিকেট বিক্রি সরু করে ফিফা। অনুমেয়ভাবেই এই বিশ্বকাপে সবচেয়ে বেশি টিকেট কেটেছেন রাশিয়ানরা। ২৪,০৩,১১৬ টি টিকেটের মাঝে রাশিয়ানদের কাছে আছে ৮৭১,৭৮৭টি! টিকেট কাটার দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা দেশটির নাম চমকে দিতে পারে। বাছাইপর্বেই বিদায় নেওয়া যুক্তরাষ্ট্রের সমর্থকরা কেটেছেন ৮৮,৮২৫টি টিকেট।

    তৃতীয় স্থানে আছে নেইমারের ব্রাজিল, সেখান থেকে টিকেট কাটা হয়েছে ৭২,৫১২ টি। কলম্বিয়ার সমর্থকরা কেটেছেন ৬৫,২৩৪ টি টিকেট, জার্মানি থেকে কাটা টিকেটের সংখ্যা ৬২,৫৪১টি, মেক্সিকোর ক্ষেত্রে সেটা ৬০, ৩০২।

     

     

    লিওনেল মেসির আর্জেন্টিনা থেকে টিকেট কাটা হয়েছে ৫৪,০৩১টি। পেরুর ক্ষেত্রে সেটি ৪৩,৫৮৩, বিশ্বকাপ না খেলা চীন থেকে কাটা হয়েছে ৪০,২৫১টি। অস্ট্রেলিয়ানরা কেটেছেন ৩৬,৩৫৯টি। টিকেট কাটার দিক দিয়ে সেরা দশ দেশের তালিকার সবার শেষে আছে ইংল্যান্ড, সেখান থেকে কাটা হয়েছে ৩২,৩৬২টি টিকেট।