বিশ্বকাপের এক দিন আগে চাকরি হারালেন স্পেন কোচ
বিনা মেঘে বজ্র্বপাত? নাকি তার চেয়েও বেশি কিছু। বিশ্বকাপের বাকি মাত্র এক দিন, পর্তুগালের সাথে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের বাকি দুই দিন। অথচ ঘোষণা এলো, স্পেনের কোচের পদে আর থাকছে না হোলেন লোপেতেগি। এক সংবাদ সম্মেলনে স্পেন ফুটবল ফেডারেশন প্রেসিডেমট লুইস রুবিয়ালেস দিয়েছেন এই ঘোষণা।
ঘটনার শুরু কাল থেকে। সন্ধ্যায় ঘোষণা এলো, রিয়াল মাদ্রিদের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন লোপেতেগি। বিশ্বকাপের সময় যখন স্পেনের দায়িত্বে, তখন রিয়ালের এমন ঘোষণা অনেকেরই ভ্রু কুঁচকে দিয়েছিল। তবে ঘটনার কেবল শুরু তখন।
এক মাস আগেই স্পেন ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছিলেন লোপেতেগি, ২০২০ সাল পর্যন্ত লা রোজাদের দায়িত্বেই থাকার কথা তাঁর। পারফরম্যান্সও ভালো ছিল, যে ২০টি ম্যাচ তাঁর অধীনে খেলেছে এর মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে স্পেন। কালই ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছিল, তখনও তাঁকে জানাননি কিছু। কিন্তু বৈঠক শেষের পাঁচ মিনিট পর প্রচারমাধ্যমে খবরটা পেয়েই ক্ষুব্ধ হয়ে ওঠেন ফেডারেশন প্রেসিডেন্ট। স্প্যানিশ প্রচারমাধ্যম জানাচ্ছে, লোপেতেগিকে বরখাস্ত করার সিদ্ধান্তটা নিয়েছেন তখনই।
আজ সকালে এ নিয়ে বৈঠক করেন ফেডারেশনের অন্যান্য কর্তাদের সঙ্গে। সবাই তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন, বিশ্বকাপের আগে এ ধরনের একটি সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে। তবে রুবিয়ালেস তাঁর সিদ্ধান্তে ছিলেন অটল। এরপর সিনিয়র খেলোয়াড়েরা বোঝানোর চেষ্টা করেছিলেন, এ ধরনের সিদ্ধান্ত যেন নেওয়া না হয়। দফায় দফায় রামোস ও ইনিয়েস্তার সঙ্গেও বসেছেন রুবিয়ালেস। কিন্তু সিদ্ধান্তে আর নড়চড় হয়নি।
সংবাদ সম্মেলনে রুবিয়ালেস পরিষ্কার করেছেন কারণটা, ‘সিদ্ধান্তটা নিয়ে অনেক রকম সমালোচনা হবে। সেটা আমি জানি। কিন্তু আমাকে এটা নিতে বাধ্য করা হয়েছে। আপনি অন্য জায়গায় যদি চাকুরি করতে চান, তাহলে আমাদের এর আগে জানাতে হবে। এটা একদমই মৌলিক একটা ব্যাপার। আর জাতীয় দল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপ আমাদের জন্য সবচেয়ে বড় আসর। ’
তবে রুবিয়ালেস বললেন, দল হিসেবে তাঁরা ঐকবদ্ধ আছেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, ওরা সবাই শতভাগ মনযোগী, ফোকাসও ঠিক আছে। সবাই নিজেদের শতভাগ দেবে।’
লোপেতেগিকে বরখাস্ত করার কয়েক ঘন্টা পর নতুন কোচের নামও ঘোষণা করেছে স্পেন। সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ফার্নান্দো হিয়েরোকে বিশ্বকাপের জন্য দেওয়া হয়েছে লা ফুরিয়া রোহাদের দায়িত্ব।