'ব্রাজিল আর নেই সে ব্রাজিল'
সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। ‘জোগো বনিতো’ বা সুন্দর ফুটবলটা তারাই চিনিয়েছিল বিশ্বকে। এবার বাছাইপর্বের মাঝপথে ধুঁকতে থাকা ‘সাম্বা’র দেশটির হাল ধরেছিলেন আদেনর বাচ্চি ‘তিতে’। তার হটসিটে বসার পর থেকেই যেন নতুন প্রাণের সঞ্চার হয় ব্রাজিলিয়ানদের মাঝে। লাতিন আমেরিকা বাছাইপর্বে সবার ওপরে থেকেই রাশিয়া যাত্রা নিশ্চিত করেছেন নেইমার-হেসুসরা। এবারের ফেভারিটদের মধ্যে তাদের নামটা আসে শুরুর দিকেই। কিন্তু এতকিছুর পরও ব্রাজিলের দলটাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কিংবদন্তী লেফটব্যাক রবার্তো কার্লোস। মিডিয়ায় বলেছেন, তিতের ব্রাজিল আর নেই সেই ব্রাজিল।
অবশ্য ব্রাজিলকে নিয়ে যে কার্লোস একেবারেই হতাশ, এমনটা নয়। রক্ষণ নিয়ে বেশ আশাবাদীই তিনি, “আগের মত আক্রমণাত্মক নয় তিতের ব্রাজিল। তবে হ্যাঁ, রক্ষণে আমরা বেশ গোছানো। আশা করি আমরা আবারও জিতব। ২০০২-এর পর আর সেই সৌভাগ্য হয়নি আমাদের। আমার বিশ্বাস ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সময় এসেছে”। তিতের অধীনে যে ২১টি ম্যাচ খেলেছে ব্রাজিল, তার ১৬টিতেই ক্লিন শিট রেখেছে ব্রাজিল। গোলপোস্টের নিচে এলিসন-এডারসনের মতো এমন দুর্দান্ত দুজনকেও সম্ভবত এর আগে পায়নি ব্রাজিল।
গ্রুপ ‘ই’-তে প্রতিপক্ষ হিসেবে সুইজারল্যান্ড, কোস্টারিকা এবং সার্বিয়াকে পেয়েছে ব্রাজিল। ১৯ জুন সুইসদের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘হেক্সা’ মিশন শুরু করবে তিতের দল।