উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন কারা?
আর মাত্র কয়েক ঘণ্টা। দীর্ঘ চার বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে আজ রাতেই। বরাবরের মতো এবারো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। কারা মাতাবেন এবারের উদ্বোধনী অনুষ্ঠান? রাশিয়ানরা কি এবার কোনো চমক দেখাবে অনুষ্ঠানের সময়? বিশ্বের কোটি দর্শকের মনে উঁকি দিচ্ছে হাজারো প্রশ্ন।
সময় মাত্র আধ ঘণ্টা
রাশিয়া-সৌদি আরব ম্যাচ মাঠে গড়ানোর মাত্র এক ঘণ্টা আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, চলবে ৩০ মিনিট। অন্য যেকোনো আসরের চেয়ে এবারই এত অল্প সময়জুড়ে হচ্ছে অনুষ্ঠানটি। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন কারা?
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে উইল স্মিথ ও নিকি জ্যামের গাওয়া এবারের অফিসিয়াল থিম সং ‘লিভ ইট আপ’ দিয়ে। লুঝনিকিতে উপস্থির প্রায় ৮০ হাজার দর্শকের সামনে গাইবেন রবি উইলিয়ামসও। এরকম একটি মনে গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রবি, ‘জীবনে অনেক জায়গায় পারফর্ম করেছি। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়া গর্বের ব্যাপার। সবাইকে বলছি অনুষ্ঠানটা দেখবেন, অবশ্যই উপভোগ্য হবে।’
রবির সাথে থাকবেন রাশিয়ান গায়িকা আইদা গারিফুলিনা। এছাড়াও অপেরা সঙ্গীতশিল্পী প্লাসিডো ডমিঙ্গো ও পেরুভিয়ান সঙ্গীতশিল্পী হুয়ান ডিয়েগো ফ্লোরেজও মঞ্চ মাতাবেন। রাশিয়ার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে সঙ্গীতের প্রতিই বেশি মনোযোগ দেয়া হয়েছে।
গানের পর থাকবে নাচ। শিশুসহ প্রায় ৫০০ নৃত্যশিল্পী ও জিমন্যাস্ট তুলে ধরবেন রাশিয়ার ইতিহাস ও ঐতিহ্য। লুজনিকি স্টেডিয়ামের পাশাপাশি মস্কো স্কয়ারেও থাকবে বিশেষ কনসার্ট।
বিশেষ অতিথি রোনালদো
প্রতিবারই উদ্বোধনী অনুষ্ঠানে থাকেন একজন বিশেষ অতিথি। রাশিয়াতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো।
কোন চ্যানেলে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান?
বাংলাদেশি চ্যানেলগুলোর মাঝে বিটিভি, মাছরাঙ্গা টেলিভিশন ও নাগরিক টিভিতে দেখা যাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও সনি টেন-২, সনি টেন-১ এইচডি ও সনি ইএসপিএনেও দর্শকরা উপভোগ করতে পারবেন অনুষ্ঠানটি।