• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "রাশিয়াকে হারিয়েই জয়খরা কাটাবে সৌদি আরব"

    "রাশিয়াকে হারিয়েই জয়খরা কাটাবে সৌদি আরব"    

    সূত্র- ইপিএ

    গত দুইবার বিশ্বকাপ খেলা হয়নি তাদের। বিশ্বকাপের মঞ্চে সৌদি আরবের শেষ জয়টাও এসেছিল সেই ১৯৯৪ সালে। রাশিয়ার বিপক্ষে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সৌদি। কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি বলছেন, প্রথম ম্যাচ জিতেই ২৪ বছরের জয়খরা কাটাতে চান।

    বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মাঝে র‍্যাংকিংয়ের সবচেয়ে তলানি থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম ম্যাচে। ৬৪ নম্বরে থাকা সৌদি কোচ পিজ্জি ৭০ নম্বরে থাকা রাশিয়ার বিপক্ষে নির্ভার হয়েই মাঠে নামবেন, ‘আমরা ম্যাচের জন্য প্রস্তুত। ফুটবলারদের মাঝে কোনো ভয় কাজ করছে না। আমাদের লক্ষ্য একটাই, রাশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করা। বিশ্বকাপের মঞ্চে বড় দলগুলোর পর্যায়ে যেতে চাই আমরা। জানি রাশিয়া স্বাগতিক দেশ, স্টেডিয়ামে তাদের সমর্থনই বেশি থাকবে। আমরা ম্যাচ জিতেই সবাইকে স্তব্ধ করে দেবো।’

     

     

    এদিকে সৌদি অধিনায়ক ওসামা হাসাই বলছেন, এবার গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডেও খেলতে পারে তার দল, ‘আমাদের প্রতি ম্যাচেই সেরাটা দিতে হবে। যদি সেটা করতে পারি তাহলে দ্বিতীয় রাউন্ডে ওঠা অসম্ভব কিছু না! এটা বিশ্বকাপ, অনেক কিছুই হতে পারে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে দলের সবাই উচ্ছ্বসিত, সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’

    রাত ৯ টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।