আমি না থাকলেও স্পেন যেন বিশ্বকাপ জেতে : লোপেতেগি
ছবি সূত্র- দ্যা স্পোর্টসম্যান
গুঞ্জনটা শোনা যাচ্ছিল তার রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার কথা পাকা হওয়ার পরপরই। শেষ পর্যন্ত বিশ্বকাপের মাত্র একদিন আগেই বরখাস্ত হলেন স্পেন কোচ হুলেন লোপেতেগি। স্পেনের বিশ্বকাপ ক্যাম্প ছাড়ার আগে লোপেতেগি বলছেন, তিনি না থাকলেও তার গড়া দলের হাতেই বিশ্বকাপ দেখতে চান।
তার অধীনে ২০ ম্যাচ খেলেছে স্পেন, জিতেছে ১৬টিতেই। বাছাইপর্বে দুর্দান্ত খেলে মূল পর্বে পৌঁছেছে লোপেতেগির স্পেন। পর্তুগালের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের প্রস্তুতিতে যখন দলকে নিয়ে ব্যস্ত, সেই সময়েই এলো বরখাস্তের খবরটা।
বিনা মেঘে বজ্রপাতের মতো আসা এই সিদ্ধান্তে হতাশ লোপেতেগি, ‘বেশি কিছু বলতে চাই না। বিশ্বকাপের আগে এরকম সিদ্ধান্তে যে কেউ কষ্ট পাবে। আমিও কোচ না থাকতে পারায় হতাশ।’
লোপেতেগির বরখাস্তের কিছু সময় পরেই ঘোষণা করা হয় স্পেনের নতুন কোচের নাম। ফার্নান্দো হিয়েরোর অধীনে দল বিশ্বকাপ জিতুক এটাই চান লোপেতেগি, ‘এই স্পেন দলটা দারুণ। শুধু একটা আশাই করছি, আমি না থাকলেও তারা যেন বিশ্বকাপটা জেতে।’