ইংল্যান্ডকে ফাইনালে হারানোই ওজিলের স্বপ্ন
বিশ্বকাপে জার্মানিকে হারানো কতটা কঠিন, সেটা আর্জেন্টিনা ছাড়া ইংল্যান্ডের মতো এতো ভালো কেউ বোধ হয় আর জানে না। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে কেমন লাগে, সেটা মেসুত ওজিলও জানেন ভালোমতোই। ২০১০ বিশ্বকাপে পেয়েছিলেন তার স্বাদ। জার্মান মিডফিল্ডার এবারও ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখছেন, তবে তা ফাইনালে।
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবারও হট ফেবারিট। তবে ইংলিশরাই এবার নিজেদের আশা দেখছেন না খুব একটা। ওজিল অবশ্য ইংল্যান্ডকে দেখতে চান শেষ পর্যন্ত, ‘আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। সেটার পুনরাবৃত্তি করতে হবে আমাদের। তবে ব্যক্তিগতভাবে আমার স্বপ্ন ইংল্যান্ডকে ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যেই হারানো।’
২০০৬ সালের পর থেকে অবশ্য বিশ্বকাপে কোনো নকআউট ম্যাচ জেতেনি ইংল্যান্ড। ২০১০ সালে ইংল্যান্ডের সঙ্গে ৪-১ গোলের জয়ে ছিলেন ওজিলও। এবার অবশ্য ইংলিশদের সম্ভাবনাই দেখতে পাচ্ছেন, ‘আমার মনে হয় ইংল্যান্ড তৈরিইল। ওরা খুব একটা সমস্যা ছাড়াই বাছাইপর্ব পার হয়ে এসেছে। সেটা ওদের বাড়তি সময় দিয়েছে। আমার মনে হয় ওরা অনেকদূর যেতে পারে, আমার আশা তা-ই। আমাদের কাজটা ওরা কঠিন করতে তুলতে পারে। ’
কিন্তু বিশ্বকাপের ফেবারিট আসলে কারা? ওজিল প্রথাগত দলগুলোর সঙ্গে বললেন ডার্ক হর্সের নামও, ‘ব্রাজিল-আর্জেন্টিনা তো সব সময় ফেবারিট, তবে ইংল্যান্ড, স্পেন বা পর্তুগালকেও আমি বাদ দিচ্ছি না। তবে এক দুইটা দল থাকে যারা চমকে দিতে পারে। এবার বেলজিয়ামও হতে পারে সেটা। ’