ঘটা করে গ্রিজমান জানালেন, তিনি থাকছেন
বার্সেলোনায় চলে যেতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল জোরেশোরেই। তাঁকে কেনার জন্য বার্সা ১০০ মিলিয়ন ইউরো খরচ করতেও প্রস্তুত, এমনও শোনা যাচ্ছিল। তবে আঁতোয়া গ্রিজমান সিদ্ধান্তটা জানানোর জন্য এমন একটা অভিনব উপায় বেছে নিলেন, যেটা আগে কেউ করেছে কি না সন্দেহ। রীতিমতো ঘোষণা দিয়ে টিভি অনুষ্ঠান করে গ্রিজমান শেষ পর্যন্ত জানালেন, তিনি অ্যাটলেটিকো মাদ্রিদেই থাকছেন।
বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। গত তিন মৌসুম ধরেই অ্যাটলেটিকোর সর্বোচ্চ গোলদাতা গ্রিজমান, ফ্রান্সেরও বড় ভরসা। তবে বার্সা ছাড়া গুঞ্জনটা প্রবল হয়ে ওঠায় নিজেই জানালেন, ক্যামেরার সামনেই দেবেন সিদ্ধান্ত। শোনা যাচ্ছিল, দুইটি ভিডিও করে রেখেছিলেন গ্রিজমান। একটা অ্যাটলেটিকোতে থাকার সিদ্ধান্ত জানিয়ে, অন্যটি বার্সায় চলে যাওয়ায়।
শেষ পর্যন্ত পৌনে এক ঘন্টার কাছাকাছি একটা ভিডিওতে অনেক নাটকের পর প্রথম ঘোষণাটিই দিলেন। শোনা যাচ্ছে, মোনাকো থেকে এই মৌসুমে টমাস লেমারকেও আনছে অ্যাটলেটিকো, তাতে বড় ভূমিকা নাকি আছে গ্রিজমানের। অ্যাটলেটিকোতে থাকার ব্যাপারে রাজি হওয়ার নাকি একটা বড় ভূমিকা ছিল তাতে। তাহলে কি এবার লেমারও আসবেন?