মনে হচ্ছে কারো শেষকৃত্য চলছে: রামোস
ছবি- এএফপি
সংবাদ সম্মেলনে তিনি এলেন হাসিমুখেই। কিন্তু মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে স্পেন অধিনায়ক সার্জিও রামোস যে খুব একটা স্বস্তিতে নেই, সেটা বুঝতে কারো বাকি ছিল না। বিশ্বকাপের একদিন আগে কোচ হুলেন লোপেতেগির বরখাস্ত হয়েছেন। রামোস নিজেই জানালেন, এরকম অবস্থায় তাঁর মনে হচ্ছে, কারো যেন শেষকৃত্য চলছে!
কোথায় পর্তুগালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা হবে, শেষ দুইদিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকল লোপেতেগির বরখাস্তের খবরটাই। বিশ্বকাপের আগে এমন পরিস্থিতিতে হতাশ রামোস, ‘মনে হচ্ছে যেন কারো শেষকৃত্য চলছে। এটা মোটেও সুখকর সময় নয়। স্পেন দলের প্রস্তুতিতে লোপেতেগির ভূমিকা অনেক। তিনি আমাদের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে পৌঁছাতে সাহায্য করেছেন। প্রথম ম্যাচের আগে এসব ঘটনা সত্যিই দুঃখজনক।’
লোপেতেগি নেই, নতুন কোচের দায়িত্ব পেয়েছেন ফার্নান্দো হিয়েরো। গত দুইদিনের নাটক পেছনে ফেলে ম্যাচের দিকেই মনোযোগ দিতে চান রামোস, ‘আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। আমরা প্রথম ম্যাচেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামব। যত দ্রুত সব স্বাভাবিক হয়ে আসবে ততো ভালো। ব্যক্তি আগে নয়, স্পেন স্কোয়াড সবকিছুর ওপরে। আর হিয়েরোর মতো কোচ কমই আছে। তিনি অবশ্যই আমাদের কোচ হওয়ার যোগ্য।’’
প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলবেন। এই মঞ্চে স্পেনকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত রামোস, ‘অনেক স্বপ্ন নিয়েই এখানে এসেছি। প্রথমবারের মতো বিশ্বকাপে অধিনায়ক থাকব। এটার চেয়ে আসলে বড় কিছুই নেই। বিশ্বকাপে খেলতে এসেছি আমরা, এটাকে উপভোগ করতে হবে।’
রাত ১২ টায় সোচিতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল।