• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    জার্মানির বিপক্ষে 'প্রতিশোধের' অপেক্ষায় নেইমার

    জার্মানির বিপক্ষে 'প্রতিশোধের' অপেক্ষায় নেইমার    

     

     

    ছবি-গোল ডটকম

    ভয়াবহ এক ইনজুরিতে কোয়ার্টারেই শেষ হয়ে গিয়েছিল তাঁর বিশ্বকাপ। ঘরের মাঠে সেবার নেইমার ব্রাজিলকে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া দেখেছেন বেঞ্চে বসেই। ৪ বছর পর আবারো এসেছে বিশ্বকাপ। নেইমার বলছেন, জার্মানির মুখোমুখি হয়ে সেই হারের ‘প্রতিশোধ’ নিতে চান।

    বেলো হরিজন্তের সেই বিভীষিকা এখনো তাড়া করে বেড়ায় ব্রাজিলকে। সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালেও ওই রাতের দুঃস্মৃতি ভুলতে পারেননি নেইমার। জার্মানদের বিপক্ষে প্রতিশোধের স্বপ্ন দেখছেন নেইমার, ‘দলের অন্যরা যেভাবে ভেঙ্গে পড়েছিল, আমি না খেললেও একইভাবে ভেঙ্গে পড়েছিলাম। ঘরের মাঠে প্রত্যাশার চাপটা ছিল অনেক বেশি। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে, শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। আমরা সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এবারের বিশ্বকাপে এসেছি। আশা করি আবার জার্মানির সাথে দেখা হবে, আর আমরা প্রতিশোধ নিয়েই নেবো।’

     

     

    বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তিনি। গত মৌসুমের শুরুতে রেকর্ড ২২২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। তবে নেইমার জানালেন, নিজেকে এই চড়া দামের ‘যোগ্য’ মনে করেন না তিনি, ‘আমি আসলে দলবদলের মূল্যটা নিয়ে গর্বিত নই। আমি যে পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলার, এটা নিয়েও না। এ তো শুধু টাকা, আর কিছুই না! এই ব্যাপারে আমার কোনো হাত নেই। যদি আমার হাতে থাকত, নিজেকে এত টাকা দিতাম না!’

    ট্রান্সফার ফি একজন ফুটবলারের যোগ্যতার পরিচয় হতে পারে না বলেই মনে করেন নেইমার, ‘আমি নিজের ছেলেবেলার স্বপ্ন পূরণ করতে পেরেই খুশি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু মোটা অংকের ট্রান্সফার ফি আপনার যোগ্যতার পরিচয় হতে পারে না।’