"কামড়ের ঘটনার পর সুয়ারেজ এখন অনেক পরিপক্ক"
ছবি-রয়টার্স
তাঁর কামড় কান্ড ছিল গত বিশ্বকাপের অন্যতম আলোচিত ঘটনা। ইতালির জর্জিও কিয়েলিনিকে কামড় দিয়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ জানিয়েছেন, কামড়ের ঘটনায় শাস্তি পাওয়ার পর সুয়ারেজ এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক।
প্রতিপক্ষকে কামড়ানোর মতো ভুল সুয়ারেজ আর করবেন না বলেই আশ্বস্ত করছেন তাবারেজ, ‘এবার সুয়ারেজ অনেক পরিপক্ক ফুটবলার হিসেবেই রাশিয়া এসেছে। তাকে আমি ২০০৬ সাল থেকে চিনি। ব্রাজিলে যা হয়েছিল সেটা তাকে বেশ কিছু জিনিস শিখিয়েছে। সে এখন আগের চেয়ে অনেক ভালো ফুটবলার। শারীরিক ও মানসিকভাবে সে ২০১৪ সালের চেয়ে অনেক এগিয়ে।’
বিশ্বকাপে সুয়ারেজই উরুগুয়ের প্রধান ভরসা, মানছেন তাবারেজ, ‘সে দারুণ ফর্মে আছে। সুয়ারেজই দলের মূল ভরসা। আমাদের দলটা একসাথে ভালো খেলছে, সবার মাঝে বন্ধুত্বটাও অসাধারণ। এটা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কাজে দেবে।’
রাতে নিজেদের প্রথম ম্যাচে মিশরের মুখোমুখি হবে উরুগুয়ে।