'বিপজ্জনক' রোনালদোর 'সেরা'টা চান না রামোস
রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার উদযাপনটা করেছিলেন দুইজন মিলেই। তবে এবার দুই বিপরীত প্রান্তে দুইজন। বিশ্বকাপে মুখোমুখি স্পেন ও পর্তুগাল, মুখোমুখি সার্জিও রামোস ও ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ও ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।
সার্জিও রামোস আশা করছেন, তার রিয়াল মাদ্রিদ সতীর্থ আজ তার সেরাটা যাতে না দিতে পারেন। তাকে “বিপজ্জনক”-ও বলেছেন স্পেন অধিনায়ক। রোনালদোর বিপক্ষে নয়, তার পাশে থেকেই খেলতে চান রামোস। অলিম্পিক স্টেডিয়ামে তার একটাই আশা, রোনালদোর সেরাটা লুকিয়েই থাক!
"আমরা জানি, সে কতোটা বিপজ্জনক হতে পারে। আমার বিপক্ষ দলের চেয়ে তাকে বরং নিজের দলেই চাই আমি।"
"সে মৌসুমটা দারুণভাব শেষ করেছ, দারুণ ফর্মে আছে। সে ধারাবাহিকভাবে হুমকি তৈরি করে যেতে পারে।"
শুধু রোনালদো নয়, পর্তুগালের পুরো স্কোয়াডেরই প্রশংসা করেছেন রামোস, "অনেক ফুটবলারই আছে (পর্তুগালের), যারা আপনাকে চমকে দিতে পারেন। তাদের স্কিল ভাল, রক্ষণের ফর্মেশন ভাল।"
“আমরা খেলাধুলা ভালবাসে, এমন লোকদের জন্য দারুণ একটা ম্যাচ দেখব। এটা সুন্দর একটা ম্যাচ হবে। এবং আমার আশা, ক্রিশ্চিয়ানো তার সেরা ম্যাচটা খেলবে না এদিন।"
বিশ্বকাপ শুরুর আগে অবশ্য টালমাটাল অবস্থায় আছে স্পেন। একদিন আগেই বরখাস্ত করা হয়েছে কোচ হুলেন লোপেতেগিকে, তার জায়গায় দায়িত্ব নিয়েছেন ফার্নান্দো হিরেরো। লোপেতেগি আবার হচ্ছেন রামোস-রোনালদো, দুইজনেরই ম্যানেজার।