"২০২৬ বিশ্বকাপ প্রাপ্য নয় মেক্সিকোর"
মেক্সিকো, ১৯৮৬। ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড, তারই গোল অব দ্য সেঞ্চুরি। এক বিশ্বকাপেই ম্যারাডোনা জন্ম দিয়েছিলেন বিশ্বকাপের দুইটি অসাধারণ মুহুর্তের। জিতেছিলেন বিশ্বকাপও।
সেই মেক্সিকোতে ফিরছে বিশ্বকাপ, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে উত্তর আমেরিকার এই দেশ। তবে সিদ্ধান্তটা পছন্দ হচ্ছে ম্যারাডোনার। তার মতে, এই বিশ্বকাপটা প্রাপ্য নয় মেক্সিকোর। তাদের সাফল্য ও ফুটবলের প্রতি ভালবাসার অভাব দেখছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ৪৮টি দেশ। যুক্তরাষ্ট্রে হবে ৬০টি ম্যাচ, মেক্সিকো ও কানাডায় হবে ১০টি করে ম্যাচ। এটি দিয়ে প্রথম দেশ হিসেবে তিনটি বিশ্বকাপ আয়োজন করবে মেক্সিকো। তবে তাদের বিশ্বকাপ রেকর্ড এ সম্মানের জন্য যথেষ্ট নয় বলে মত ম্যারাডোনার। টানা ছয়বার শেষ ষোল থেকে বিদায় নিয়েছে মেক্সিকো।
“মেক্সিকোর এটি প্রাপ্য নয়। আমার এটা পছন্দ হচ্ছে না। তারা খেলতে আসে, ব্রাজিল বা জার্মানির বিপক্ষে এরপর হেরে হাওয়া হয়ে যায়!”
১৯৯৪ বিশ্বকাপের আগে তখনকার ফিফা প্রেসিডেন্ট হোয়াও হ্যাভেল্যাঞ্জের একটা প্রস্তাবও মনে করিয়ে দিয়েছেন ম্যারাডোনা। টেলিভিশনের বিজ্ঞাপন দেখানোর সুবিধা করিয়ে দিতে ম্যাচকে কয়েক অংশে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
“তাদের প্যাশন নেই। আমেরিকানরা ম্যাচকে চারভাগ করতে চেয়েছিল বিজ্ঞাপনের জন্য”।